'BJP-তে দিলীপ ঘোষের মতো নেতাকে গুরুত্বহীন করে রাখাটা অনুতাপের', বড় বার্তা ফিরহাদের

  • কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা
  •  বিজেপির উন্নতিতে দিলীপের বড় ভূমিকা রয়েছে 
  • অথচ তিনি নিজের দলে কোণঠাসা অবস্থায় রয়েছেন 
  • জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম 

Ritam Talukder | Published : Jul 7, 2021 11:51 AM IST / Updated: Jul 07 2021, 05:48 PM IST


কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের দিনে দিলীপের প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ।  'বিজেপি-তে দিলীপ ঘোষের মতো নেতাকে গুরুত্বহীন করে রাখাটা অনুতাপের', বৃক্ষরোপণ করতে এসে দিলীপ ঘোষকে বিজেপির বটবৃক্ষ হিসেবেই এদিন  ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম।   

আরও পড়ুন, BJP যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে দিলেন ইস্তফা, সুজাতার পথেই কি সৌমিত্র খাঁ

 

 

আরও পড়ুন, 'মমতাকে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে', জনতার উদ্দেশ্যে চিরঞ্জিত

এদিন ফিরহাদ হাকিম বললেন,'আজই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে। 'বাংলা থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে হাফপ্যান্ট নাকি ফুলপ্যান্ট মন্ত্রী হয় সেটাই এখন দেখার' বলে এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। পাশাপাশি এরা যে বিজেপি যতটুকু এগিয়েছে, তার জন্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বড়োসড়ো ভূমিকা রয়েছে। অথচ এই দিলীপ ঘোষ কি বর্তমানে নিজের দলে কোণঠাসা অবস্থার মধ্যে রয়েছেন। রাজনৈতিকভাবে ও মতাদর্শগত ভাবে বিভাজন থাকলেও দিলীপ ঘোষের মতো একজন নেতাকে যেভাবে বিজেপি দল গুরুত্বহীন করে রেখেছে, তা যথেষ্ট অনুতাপের', বলে ব্যক্তিগত অভিমত জানালেন ফিরহাদ।

 

আরও পড়ুন, পিছু ছাড়েনি প্রশ্ন, তুষার অপসারণ ইস্যুতে আজ দুপুরেই রাষ্ট্রপতির কাছে তৃণমূল

 

অপরদিকে, এদিন তিনি দেবশিষ কুমারকে নিয়ে বলেন, 'আমফানে প্রায় ১৫ হাজার গাছ পড়ে গিয়ে পরিবেশের ক্ষতি হয়েছিল। তারপর থেকে এখনও অবধি আমরা প্রায় ৫০ হাজার গাছ রোপণ করেছি। আমরা যেখানেই জায়গা পাব, বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণের মাধ্যমে কলকাতার পরিবেশ দূষণও রোধ করা সম্ভব হবে। যতো অরণ্য তৈরি হবে তত দূষণ কমবে।'

 

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!