সংক্ষিপ্ত
- বুধবার কলকাতায় পেট্রোলের দাম ১০০ পেরোল
- এদিন ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০০.২৩ টাকা
- 'জ্বালানির আরও বাড়বে দাম', নিশানা চিরঞ্জিতের
- 'কারণ ওদের বিনামূল্যে ইঞ্জেকসন দিতে হবে '
'মমতা বন্দ্য়োপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে', একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী একথা বলেছেন। উল্লেখ্য, বুধবার পেট্রোলে সেঞ্চুরী হাঁকিয়েছে কলকাতা। কলকাতায় পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০০.২৩ টাকা। কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে নিশানা করে চিরঞ্জিত বলেছেন, 'দাম আরও বাড়বে।'
আরও পড়ুন, 'অভিনয় দক্ষতার জন্য আগামী প্রজন্ম মনে রাখবে দিলীপকুমারকে', শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
সোমবার বারাসাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল বিধায়ক বলেছেন, 'আমাদের মহান নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। যিনি একটা রাজ্য থেকে বিজেপিকে ছুড়ে ফেলে দিতে পারেন, তার মানে তাঁর এতটাই জনপ্রিয়তা রয়েছে। তিনি একজন উপযুক্ত মুখ্যমন্ত্রী। শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। এরপরেই আসে পেট্রোল-ডিজেল প্রসঙ্গ। মূল্যবদ্ধি ইস্যুতে চিরঞ্জিত বলেন, 'মমতা বন্দ্য়োপাধ্যায়কে প্রধানমন্ত্রী করলেই তেলের দাম কমবে। সেই সঙ্গে বারাসাতের বিধায়ক বলেছেন, ভারতবর্ষের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হন যাতে সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। '
আরও পড়ুন, 'আমার হৃদয় স্পর্শ করত, মন ভাল করে দিত', দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ গৌতম ঘোষের
উল্লেখ্য, বুধবার ফের দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। পেট্রোলের দাম ৩৫ পয়সা এবং ডিজেলেও ১৭ পয়সা বাড়ানো হয়েছে। যার জেরে কলকাতা এবং দিল্লিতে দাম পেরোল ১০০ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০০.২৩ টাকা। উল্লেখ্য, পটনা, ভোপাল, রাজস্থান, জয়পুর সহ একাধিক রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। চিরঞ্জিত কেন্দ্রকে নিশানা করে আরও বলেন, 'জ্বালানির আরও বাড়বে দাম। কারণ ওদের বিনামূল্যে ইঞ্জেকসন দিতে হবে। ওই টাকাটা আমাদের থেকে তুলে নেবে। পোস্ট অফিস তুলে দেবে ঠিক করেছে। এমন পরিকল্পনা করছে।'
আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস