নিউটাউনে প্রতিমা বিসর্জন শুরু, উমা মাকে ছাড়তে মন চাইছে না সন্তানদের

  •  নিউটাউন উপাসনা বিসর্জন ঘাটে শুরু হয়ে গেল প্রতিমা বিসর্জন 
  • মূলত নিউটাউন সল্টলেক এলাকার ঠাকুর এখানে বিসর্জন হয় 
  • সমস্ত স্বাস্থ্য বিধি মেনে করা নজরদারিতে চলছে বিসর্জন 
  • প্রতিমার সঙ্গে প্রায় পাঁচ জনকে ঘাট অবদি যেতে দেওয়া হচ্ছে 

 নিউটাউন উপাসনা বিসর্জন ঘাটে শুরু হয়ে গেল প্রতিমা বিসর্জন। মূলত নিউটাউন, রাজারহাট, সল্টলেক ও পার্শ্ববর্তী এলাকার ঠাকুর এখানে বিসর্জন হয়।সমস্ত স্বাস্থ্য বিধি মেনে করা নজরদারিতে চলছে বিসর্জন।

আরও পড়ুন, জল দিয়ে গিয়ে গলিয়ে প্রতিমা নিরঞ্জন ত্রিধারা সম্মেলনীতে, তৈরি কৃত্রিম জলাশয়   

Latest Videos

করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে চলছে বিসর্জন।এই মুহূর্তে বাড়ির দুর্গা ঠাকুর বিসার্জন চলছে।বিকেলের দিকে ক্লাব ও আবাসনের ঠাকুর বিসার্জন হওয়ার কথা। করা হয়েছে দুটি টাওয়ার সেখানে ঢাকির ঢাক বাজাচ্ছে।প্রতিমা বিসর্জনের জন্য রাখা হয়েছে এনকেডিএ কর্মীরা। তারাই প্রতিমা গাড়ি থেকে নামানো থেকে শুরু করে জলে ভাসিয়ে দেওয়ার কাজ করছে। প্রতিমা বিসার্জনের সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ঘাট। প্রতিমার সঙ্গে প্রায় পাঁচ জনকে ঘাট অবদি যেতে দেওয়া হচ্ছে। নজরদারিতে রয়েছে বিধান নগর পুলিশ কমিশনারেটের পুলিশ।

 পিপিই কীট পরেই ধুনুচি নাচ, অভিনবভাবে মা দুর্গাকে বরণ করল ঠাকুরপুকুরবাসী

অপরদিকে, করোনা আবহে এবার  পুজো কার্নিভাল বাতিল করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই ভাসানের আগে ঠাকুর দেখা বা ভাসান দেখার কোনও সুযোগ থাকছে না সাধারণ দর্শনার্থীদের। তাই পরিষ্কার করে জানানো হয়েছে প্রতিটি পুজো কমিটির হয়ে কজন  যোগদান করতে পারবে। পুরো এলাকা কোভিড বিধি মেনে স্য়ানিটাইজড করতে হবে।           

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর