কলকাতা পুলিশের জালে এবার ভুয়ো পুলিশ কর্মী। ধৃত ব্যক্তিকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে।
কলকাতা পুলিশের জালে এবার ভুয়ো পুলিশ কর্মী। ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, সহকারী সুপার সহ এবার ভুয়ো পুলিশ কর্মীর পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। ধৃত ব্যক্তিকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন, 'মুকুল রায় চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন', 'বিধানসভা এড়াতেই' আক্রমণ দিলীপের
মঙ্গলবার দুপুরে হেলমেট বিহীন ভাবে একটি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন সঞ্জীব চক্রবর্তী নামে এক ব্যক্তি। তখন কলকাতার কর্তব্যরত কলকাতা পুলিশের সার্জেন্টরা তাঁকে আটকায়। সঞ্জীব চক্রবর্তী তখন নিজেকে কলকাতা পুলিশের এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদের পুলিশ কর্মী হিসেবে পরিচয় দেন। কিন্তু তার কোনও যথেষ্ট প্রমাণ পত্র তিনি দেখাতে পারেননি । এর পরেই তাকে আটক করে কলকাতা পুলিশ। যদিও ওই আটক ব্যক্তির কাছে পাওয়া কিছু নথি পত্র ঘেঁটে যে ঠিকানা পাওয়া গেছে তাও সঠিক নয় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি যে ঠিকানা উল্লেখ করা হয়েছে সঞ্জীব চক্রবর্তীর থেকে পাওয়া প্রমানপত্রে উল্লেখ আছে তাঁর কোনও অস্তিত্ব নেই বরানগর এলাকায়। তবে ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে বরানগর এলাকায়। ধৃত ব্যক্তিকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে।
আরও পড়ুন, সুখবর, কোভিডে মৃত্যু শূণ্য উত্তর ২৪ পরগণা, সংক্রমণ কমল কলকাতায়
প্রসঙ্গত, ভোটের পর থেকে ভুয়ো আইএএস দেবাঞ্জন কাণ্ড ফাঁস হবার পর থেকেই নড়ে বসেছে রাজ্য প্রসাশন। ইতিমধ্যেই ভুয়ো আইপিএস, ভুয়ো সিবিআই আধিকারিক, মানবাধিকার কমিশনের কর্মী, এমনকি ন্যাশনাল ক্রাইম ব্য়ুরোর ভুয়ো আধিকারিকও পুলিশের জালে ধরা পড়েছে। শহরের রাস্তায় কড়া নজর রাখা হচ্ছে নীল বাতি গাড়ি কিংবা রাজ্য-কেন্দ্রের নামে লেখা স্টিকার এবং নেমপ্লেটে। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর এতে সহয়োগিতাও করছে প্রকৃত নীলগাড়ির বড় কর্তারা। তবে মাঝে মাঝে মধ্যে বেগতিক দেখলে পুলিশ গাড়ি থামাতেই ধরা পড়ছে একের পর এক ভুয়ো গুণধরেরা। কখনও আইপিএস বা ভারত সরকার-রাজ্য সরকারের শীর্ষ পদে নামাঙ্কিত করে গাড়ির উপরে রাখছে দুষ্কৃতিরা। এখনও অবধি একাধিক প্রতারকের পর্দা ফাঁস করেছেন কলকাতা ও রাজ্য পুলিশ।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস