ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর। বৃহস্পতিবার সাতসকালে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন তিনি। মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ওইতরুণীকে। তবে এই ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যহত হয় মেট্রো পরিষেবা। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।
আরও পড়ুন, কলকাতা মেডিক্য়াল কলেজের বন্ধ ঘর থেকে মিলল কাটা পা, শিহরিত হাসপাতাল কর্মীরা
মেট্রো সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে রীতিমত যাত্রীদের ভিড় ছিল। আর সেই সময়ই কবি সুভাষগামী মেট্রো স্টেশন ছাড়ার মুহূর্তেই লাইনে ঝাঁপ দেন বছর পঁচিশের এক তরুণী। সজাগ চালক মুহূর্তেই ব্রেক কষে মেট্রো থামিয়ে দেন। এরপরই খবর পৌছাতেই মেট্রো কর্তৃপক্ষ উদ্ধারকাজে নেমে পড়ে। শেষমেষ বেশ খানিকটা সময়ের পর উদ্ধার করা হয় ওই তরুণীকে। মেট্রো কর্তৃপক্ষের তরফেই ওই তরুণীকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন, জোর করে রং দিলে ঢুকতে হবে শ্রীঘরে, আগাম বার্তা লালবাজারের
অপরদিকে, এই ঘটনায় বেশ কিছুক্ষণ ব্যহত হয় মেট্রো পরিষেবা। মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। আর ব্য়াস্ত সময়ে এই ঘটনায় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। তবে কী কারণে ওই তরুণী আত্মহত্য়ার চেষ্টা করেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন, কলকাতায় গোলি মারো স্লোগান, হাওড়া থেকে গ্রেফতার বিজেপি কর্মী