স্বাধীনতা দিবসের সকালেই বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে


রবিবার স্বাধীনতা দিবসেও আকাশ মেঘলা কলকাতায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।    রবিবার সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

রবিবার স্বাধীনতা দিবসেও আকাশ মেঘলা কলকাতায়। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। এর প্রভাবে রবিবার ভারী বৃষ্টি সর্তকতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।  

আরও পড়ুন, 75th Independence Day: ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল ৬ টা থেকে ১ -২ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামবে উত্তর দিনাজপুরে। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। গোরখপুর থেকে পাটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারে  রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি সর্তকতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে দু'এক জায়গায় ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার , জলপাইগুড়ি জেলার বেশিরভাগ জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে,  মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা। রবিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দু এক জায়গায়। ১৫ অগাস্ট ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। 

Latest Videos

আরও দেখুন, Live 75 Independence Day- স্বাধীনতা দিবস উদযাপনে মাতোয়ারা দেশ, লালকেল্লায় শুরু প্রধানমন্ত্রীর ভাষণ 
অপরদিকে, আসাম, মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ব্যাপক বৃষ্টি হবে অরুণাচল প্রদেশেও। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সর্তকতা। অতি বর্ষণের সর্তকতা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ফের পারদ চড়েছে অনেকটাই। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৭ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।  সর্বনিম্ন ৬১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৩.১ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.১ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ২ডিগ্রি উপরে।  অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।  সর্বনিম্ন ৭৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!

Latest Videos

ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC