'ভবিষ্যতের জন্য প্রস্তুত হও', উচ্চ মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা, অসফলদের অভয় দিলেন মমতা

উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন সকালে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতেই সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইট করে তিনি লিখেছেন, 'সমস্ত সফল ছাত্রছাত্রী এবং প্রথম থেকে দশমস্থান অধিকারীদের শুভেচ্ছা। জেলার সমস্ত ছাত্র-ছাত্রীরা দারুন ফল করেছে। গর্বিত করেছে শহরের ছাত্র-ছাত্রীরাও।' তবে অসফলদের জন্যও দিয়েছেন বার্তা মুখ্যমন্ত্রী।

উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন সকালে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতেই সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইট করে তিনি লিখেছেন, 'সমস্ত সফল ছাত্রছাত্রী এবং প্রথম থেকে দশমস্থান অধিকারীদের শুভেচ্ছা। জেলার সমস্ত ছাত্র-ছাত্রীরা দারুন ফল করেছে। গর্বিত করেছে শহরের ছাত্র-ছাত্রীরাও।' তবে অসফলদের জন্যও দিয়েছেন বার্তা মুখ্যমন্ত্রী।

 

Latest Videos

 

টুইটে মমতা আরও লিখেছেন, 'উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর খুব তাড়াতাড়ি ফল প্রকাশ হয়েছে। একই সঙ্গে ২০২৩ এর উচ্চ মাধ্যমিকের নির্ঘন্টও প্রকাশিত হয়েছে। এতে আগামী বছরের পরীক্ষার্থীদের সুবিধা হবে।' উল্লেখ্য, এদিন ফলঘোষনার সঙ্গে সঙ্গে আগামী বছরেরে 'উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখও ঘোষণা করেছে সংসদ। শিক্ষা সংসদ জানিয়েছে. পরের বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চমাধ্যমিক শুরু হবে ১৪ই মার্চ। শেষ হবে ২৭শে মার্চ। জানা গিয়েছে সিলেবাসে কাটছাঁট আর নয়। পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে২০২৩ সালে। এক্ষেত্রে হোম সেন্টারে নয়,  আগের মতো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। প্রসঙ্গত, এবছর করোনার জন্য নিজেদের স্কুল বা হোম সেন্টারেই পরীক্ষা দিয়েছিল উচ্চমাধ্যমিক ২০২২-এর পড়ুয়ারা।

আরও পড়ুন, পথ শিশুদের প্রতিভাকে সামনে আনতে চান উচ্চমাধ্যমিকের টপার, অঙ্ক নিয়ে পড়ার ইচ্ছে অদিশার

 

মুখ্যমন্ত্রী আরও বলেন, যেসকল পরীক্ষার্থী আশানুরূপ ফল করতে পারেনি, 'তাঁদের জন্য মমতা বলেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। লড়াই করলে নিশ্চয় ভালো ফল হবে আগামী দিনে।' তবে যাদের এবছর মন মতো ফল আসেনি, তাদের জন্য রিভিউ বা স্কুটিনি করার সুযোগও থাকছে। সংসদ জানিয়েছে, ২০ জুন থেকে ৫  জুলাই অবধি উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করতে পারবেন। রিভিউ প্রক্রিয়ার জন্য় পেমেন্ট করতে এবার ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড ব্যাবহার করা যাবে। তবে এদিই হাতে মিলবে না উচ্চ মাধ্যমিকের মার্কশিটের হার্ড কপি। কলেজে ভর্তির সময় নথি যাচাইয়ের আগেই মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ড কপি পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আপাতত জোরকদমে মার্কশিট এবং সার্টিফিকেট প্রিন্টের কাজ চলছে।আগামী ২০ জুন সোমবার নির্দিষ্ট ক্যাম্প অফিসের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। 

আরও পড়ুন, কলেজে ভর্তি হতে সমস্যা হবে কি ? কবে হাতে আসবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট

শুক্রবার রাজ্যে নির্ধারিত সময় মেনেই প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছরে প্রথম স্থান অধিকার করেছে দিনহাটা সোনিদেবী হাই স্কুলের ছাত্রী হলেন অদিশা দেবশর্মা। তার প্রাপ্ত নম্বর ৪৯৮। দ্বিতীয় স্থানে রয়েছেন সায়দীপ সামন্ত এবং তার প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় স্থানে রয়েছেন চারজন, প্রাপ্ত নম্বর ৮৯৬। চলতি বছরে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। শিক্ষা সংসদ জানিয়েছে,  ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে, তাও জানিয়েছে সংসদ results.shiksha,wbresults.nic.in, exametc.com থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও এসএমএস-র মাধ্যমে জানা যাবে রেজাল্ট। তার জন্য WB12 লিখে স্পেস দিয়ে রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। পাশাপাশি exametc.com -এ আগেই রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরেই এসএমএস মারফৎ ফল পাওয়া যাবে।

আরও পড়ুন, WB Higher Secondary Result 2022 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, চলতি বছরে পাশের হার ৮৮.৪৪ শতাংশ  

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury