পাশের হারে এগিয়ে এবার সাত জেলা। পাশ করেছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। দুই মেদিনীপুর , ঝাড়গ্রাম , পুরুলিয়া, কালিংপং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।
- Home
- West Bengal
- Kolkata
- WB Higher Secondary Result 2022 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, চলতি বছরে পাশের হার ৮৮.৪৪ শতাংশ
WB Higher Secondary Result 2022 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, চলতি বছরে পাশের হার ৮৮.৪৪ শতাংশ

শুক্রবার ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ। এদিন বেলা ১১ টার সময় ফলাফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। ওয়েবসাইটেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।প্রথমে আরও আগে ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে জানালেও বুধবার সংসদের তরফে তা ফের বদল করা হয়। শিক্ষা সংসদ জানিয়েছে, বেলা ১২ টা থেকে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে, তাও জানিয়েছে সংসদ।
পাশের হারে এগিয়ে এবার সাত জেলা
সিনেমা দেখতে পছন্দ করে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকারী সায়নদীপ
১২ ঘন্টা পড়তেন, প্রিয় মার্ভেল অ্যাভেঞ্জারস এবং ক্রিকেট, সিনেমা দেখতেও পছন্দ করে সায়নদীপ, এমনটাই জানালো উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকারী।
ডাক্টার হতে চান সপ্তম স্থান অধিকারী কাজী সামিম আহসান
'প্রথম থেকে পরিশ্রম করেছিলাম। ডাক্টার হতে চাই', জানালেন উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকারী কাজী সামিম আহসান।
সবাইকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন সকালে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হতেই সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইট করে তিনি লিখেছেন, সমস্ত সফল ছাত্রছাত্রী এবং প্রথম থেকে দশমস্থান অধিকারীদের শুভেচ্ছা।
;
রিভিউ প্রক্রিয়ার পেমেন্ট করবেন কীভাবে
রিভিউ প্রক্রিয়ার জন্য় পেমেন্ট করতে এবার ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড ব্যাবহার করা যাবে।
গণিত ভালবাসেন প্রথম স্থান অধিকারী অদিশা দেবশর্মা
গণিত ভালবাসেন প্রথম স্থান অধিকারী অদিশা দেবশর্মা। তাই গণিত বা ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি পরবর্তীতে পড়াশোনা করতে চান।
উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন ৫৫ জন
উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১।
প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২২ মেধাতালিকা, প্রথম দশে ২৭২ জন
প্রথম স্থানে অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮
দ্বিতীয় স্থানে সায়দীপ সামন্ত, প্রাপ্ত নম্বর ৪৯৭
তৃতীয় স্থানে চারজন, প্রাপ্ত নম্বর ৮৯৬
চতুর্থ স্থানে আটজন, প্রাপ্ত নম্বর ৪৯৫
পঞ্চম স্থানে ১১জন, প্রাপ্ত নম্বর ৪৯৪
ষষ্ঠ স্থানে ৩২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৩
সপ্তম স্থানে ৩৭ জন , প্রাপ্ত নম্বর ৪৯২
অষ্টম স্থানে ৫৫জন, প্রাপ্ত নম্বর ৪৯১
নবম স্থানে ৫৪জন , প্রাপ্ত নম্বর ৪৯০
দশম স্থানে ৬৯জন, প্রাপ্ত নম্বর ৪৮৯
২০২৩ সালে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা
২০২৩ সালে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা। হোম ভেন্যুতে পরীক্ষা হবে না
এবছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ
মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার
পরীক্ষায় বসেছেন ৭২০৮৬২ জন
পাশ করেছেন ৬৩৬৮৭৫ জন
পাশ করেছেন ৮৮.৪৪ শতাংশ
ছেলেদের মধ্যে পাশ করেছেন ৯৯.১ শতাংশ
২০ জুন থেকে ৫ জুলাই রিভিউ এবং স্কুটিনি
২০ জুন থেকে ৫ জুলাই অবধি চলবে উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্কুটিনি
ইন্টারনেট পরিষেবা থাকলেও অভিযোগ আসেনি উচ্চ মাধ্যমিকে
চলতি বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিনে ইন্টারনেট পরিষেবা সরবারহ থাকলেও কোথাও কোনও প্রশ্নপত্র বা উত্তর লেখা নিয়ে কোনও অভিযোগ আসেনি বলে গর্বের সঙ্গে জানাল পর্ষদ।
২০শে জুন পরীক্ষার্থীদের মধ্যে মার্কশিট বিলি করা হবে
২০শে জুন পরীক্ষার্থীদের মধ্যে মার্কশিট বিলি করা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিকের সাংবাদিক বৈঠক শুরু
উচ্চ মাধ্যমিকের সাংবাদিক বৈঠক শুরু। নির্দিষ্ট সময় মেনেই এদিন সাংবাদিক বৈঠক শুরু করল শিক্ষা সংসদ।
আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক ২০২২-এর মেধাতালিকা
কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে মেধাতালিকা। উচ্চমাধ্যমিক ২০২২ সালের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। তখনই সাংবাদিক সম্মেলনে মেধাতালিকা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ।
১১ টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ
১১ টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। এদিন সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে শিক্ষা সংসদ। ১২ থেকে অনলাইনে মিলবে রেজাল্ট। তবে অনেকের বাড়িতেই ইন্টারনেটের ব্যবস্থা নেই। তাই বাইরে সাইবার ক্যাফেতে আজকে পড়বে লাইন। তবে বাইরে বেরোনোর সময় ছাতা ব্যবহার করুন ছাত্রছাত্রীরা, কারণ হাওয়া অফিস এদিন চরম অস্বস্তিকর আবহাওয়া নিয়ে সতর্ক করেছে কলকাতাবাসীকে।
ফের পুরোনো সিলেবাসেই হবে আগামী বছরের পরীক্ষা
ফের পুরোনো সিলেবাসেই হবে আগামী বছরের পরীক্ষা। এমনিতে কোভিডের জেরে বদলেছে শিক্ষাব্যবস্থা। ক্লাসরুম থেকে পঠপাঠন সরে গিয়ে চলেছে অনলাইনে। অনলাইন পড়াশোনার জেরে কাটছাঁট হয়েছে উচ্চমাধ্যমিকের সিলেবাসও। চলতি বছরের উচ্চমাধ্যমিক হয়েছে সিলেবাসের মাত্র ৭০ শতাংশ পাঠক্রম মেনে। তবে আগামী বছর এই নিয়ম বদলাতে চলেছে বলে খবর।
আর কিছুক্ষণের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
আর কিছুক্ষণের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল ১১ টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ
পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধমিকের ফল। ২০২০ সালে করোনার জন্য মাঝপথে উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে যায়।করোনা আবহে ২০২১ সালে পরীক্ষা হনি। কোভিডের পর এই প্রথমবার অফলাইনে স্কুলে গিয়েই পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা।
চলতি বছরে পড়ুয়াদের বিশেষ খেয়াল রেখেছে সংসদ
২ এপ্রিল থেকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। যেহেতু কোভিডের আহে পরীক্ষা, তাই হোম সেন্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে পরীক্ষার্থীরা। একই সঙ্গে করোনার ভয়াবহ পরিস্থিতি পেরিয়ে ২ বছর পর যেহেতু উচ্চ মাধ্যমিক, তাই পড়ুয়াদের মধ্যে যাতে অতিরিক্ত মানসিক চাপ না পড়ে তাই সে বিষয়ে খেয়াল রাখছিল সংসদ।