বেহালায় গলায় দড়ি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা, বিয়েতে সায় ছিল না পরিবারের

 

  • শহররে আত্মহত্যা থামার নাম নেই 
  •  ঘুরে ফিরে বারবার সেই বেহালা 
  •  গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দম্পতির 
  • পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে 

শহরটায় আত্মহত্যা থামার সত্যিই নাম নেই। এবং ঘুরে ফিরে বারবার সেই বেহালা। কখনও রোজগার হারিয়ে একাকিত্বে, আবার কখনওবা অন্য কারণে একাধিকবার আত্মহত্যার ঘটনা উঠে এসেছে। এবার আরও একবার আত্মহত্যার ঘটনা ঘটল বেহালার পর্ণশ্রীতে।

আরও পড়ুন, 'কাকে ধরেছেন, ইউটিউব খুলে দেখুন', জীবনতলায় পুলিশকে শাসানি হুগলির বিশালের  

Latest Videos

 

 সকালে ডাকলে, কেউ আওয়াজ না করতেই ভাঙা হয় দরজা


সূত্রের খবর, বেহালা পর্ণশ্রীতে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে এক সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গত পরশু দিন পর্ণশ্রী থানার একটি বাড়িতে রাজু মন্ডল ও তার স্ত্রী রিঙ্কি মন্ডল ভাড়া বাড়িতে ভাড়া নিয়ে আসে। এরপর ঘটনার মোড় ঘোরে মঙ্গলবার।  সকালে তাঁদের ডাকলে ,কেউ সারা দেয় না। দরজা ভাঙলে দেখা যায় স্বামী-স্ত্রী দুজনে একজায়গায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর উত্তেজনা তৈরি হয়। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানার পুলিশকে। পুলিশ এসে দুজনের দেহ উদ্ধার করে। ঘরটি সিল করে দিয়েছে পুলিশ। 

 

আরও পড়ুন, 'ভেড়ির ঘরে কে'- জিগোতেই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, জীবনতলা শ্যুট আউটে বিজেপি-কে কাঠগড়ায় তুলল তৃণমূল

 

দুজনের এই সম্পর্কে সায় ছিল না তাঁদের পরিবারের

 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মেয়েটির বাড়ি উস্থি ও ছেলেটির বাড়ি জোকাতে। বাড়ি মালিক এর কাছে মেয়েটি বলেছিল। তাঁদের দুই পরিবার থেকে দুজনের এই সম্পর্ক কেউ মানছে না। তবে এই ঘটনা কি কোনও প্রভাব ফেলেছে কিনা সেবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts