KMC Election Results: তৃণমূলের ১৩৪-র ঝোড়ো ইনিংসে ধরাশায়ী বিরোধীরা, জয়ী ২ নির্দলও এবার ঘাসফুলে

জয়ের নিরিখে ভালো ফল করেছে নির্দলেরা। তারা পেয়েছে ৩টি ওয়ার্ড। সেখানে ২টি জিতেছে বামেরা। ২টি কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩টি আসন। যদিও আগের পুরভোটে বিজেপি-র দখলে ছিল ৭টি ওয়ার্ড। তাও বর্তমানে কমে ৩-এ দাঁড়িয়েছে।

কলকাতা পুরভোটে কার্যত সুবঝ ঝড়ে উড়ে গেল বিরোধীরা। ১১৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জিতে গিয়েছেন তৃণমূল-কংগ্রেস প্রার্থীরা(Trinamool-Congress candidate)। তবে ভোট প্রাপ্তির নিরিখে বিজেপিকে জোর টক্কর বামেদের(CPIM)। ৬৪টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম। সেখানে ৪৮টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। ১৬টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস(Congress)। তবে জয়ের নিরিখে ভালো ফল করেছে নির্দলেরা(Independent Candidate)। তারা পেয়েছে ৩টি ওয়ার্ড। সেখানে ২টি জিতেছে বামেরা। ২টি কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩টি আসন। যদিও আগের পুরভোটে বিজেপি-র(BJP) দখলে ছিল ৭টি ওয়ার্ড। তাও বর্তমানে কমে ৩-এ দাঁড়িয়েছে।

ফলাফল বলছে ৯২ ওয়ার্ডে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। ১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়। অন্যদিকে ৫০ নম্বর ওয়ার্ডে জিতেছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। জয়ী হয়েছেন বিজেপির মীনাদেবী পুরোহিত। ২২ নম্বর ওয়ার্ডে এই নিয়ে টানা ৬ বার জিতলেন তিনি। তবে বিরোধের টুকটাক ইনিংসের জবাব বিশাল ভোটের ব্যবধানে দিয়ে দিয়েছেন ঘাসফুল শিবিরে হেভিওয়েট প্রার্থীরা। বিদায়ী বোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম জিতেছেন বড় ব্যবধানে। ৮২ নম্বর ওয়ার্ডে ১৪,৮৬৭ ভোটে জয়ী হয়েছে ফিরহাদ হাকিম। জয় পেয়েছেন তাঁর ডেপুটি অতীন ঘোষও। বিদায়ী বোর্ডের ১৩ জন মেয়র পারিষদই জিতেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, রাম পেয়ারি রাম। পুরভোটে প্রার্থী হওয়া সাংসদ মালা রায় এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন। ৭৩ নম্বর ওয়ার্ডে ৬,৪৯৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়।

Latest Videos

আরও পড়ুন-তৃণমূল এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক, ভরাডুবির দায় এড়িয়ে খোঁচা শমীকের

তবে উল্লেখযোগ্য ভাবে এবারে খানিক চমকপ্রদ ফল করেছে নির্দলেরা। কিন্তু জয়ী তিন প্রার্থীর মধ্যে ৩ জনই বর্তমানে মুখিয়ে রয়েছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। ১৪১ নম্বর ওয়ার্ডে জমিতেছেন নির্দল প্রার্থী পূর্বাশা নষ্কর। তিনিও সাফ জানিয়েছেন আগামীতে রাজনীতির কাজ এগিয়ে নিয়ে যেতে তিনি তৃণমূলে যোগ দিতে চান। অন্যদিকে ৪৩ নম্বর ওয়ার্ডে বড় জয় পেয়েছেন নির্দল প্রার্থী আয়েষা কানিজ। তিনি জিতেছেন ২৩০০ ভোটে। তাঁর সাফ কথা আগামীতে তৃমমূলের হাত ধরেই ওয়ার্ডের উন্নতিতে মন দিতে চান। তবে নির্দলদের নিয়ে এখনও বিশেষ উচ্চবাচ্য করতে দেখা যায় ঘাসফুল শিবিরের তরফে। বর্তমানে ম্যাজিক ফিগারের থেকে প্রায় ৫০টির বেশি আসন তৃণমূলের দখলে থাকলেও নির্দলদের বার্তা যে ঘাসফুল শিবিরে নতুন করে অক্সিজেন জোগাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari