'প্রতারিতদের টিকা দেবে পুরসভা', ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দোষীদের কড়া ব্যবস্থার আশ্বাস ফিরহাদের

Published : Jun 26, 2021, 05:03 PM ISTUpdated : Jun 27, 2021, 11:43 AM IST
'প্রতারিতদের টিকা দেবে পুরসভা', ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দোষীদের কড়া ব্যবস্থার আশ্বাস ফিরহাদের

সংক্ষিপ্ত

 দোষীরা শাস্তি পাবে, বাংলায় বিচার হয়'   'এখনও দেখছি কি কি নথি জাল হয়েছে 'মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু হয়েছে ' ' ফলক' ইস্যুতে ক্ষোভ উগরে বার্তা ফিরহাদের 

কসবায়  ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে প্রতারিতদের খুঁজে বার করে টিকা দেবে কলকাতা পুরসভা। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এব এই ঘটনায় দোষীদের কড়া ব্যবস্থা নেওয়ারও বার্তা দিলেন তিনি।  

আরও পড়ুন, আজই আদালতে ধৃত ৩, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এরাই দেবাঞ্জনের অন্যতম সহযোগী 


এদিন ফিরহাদ হাকিম বলেছেন, কলকাতা পুরসভার তরফে কেউ এই ভুয়ো চক্রের সঙ্গে যুক্ত থাকলে তাঁর কড়া শাস্তি হবে।  নাগরিকদের প্রতি তাঁর আন্তরিক আবেদন, বাড়ির কাছেই কোনও শিবির হতে দেখলে সেখানেই ভ্যাকসিন নিতে যাবেন না।  ভ্যাকসিন নিতে হলে কলকাতা পুরসভার সমস্ত সেন্টার আছে এবং সরকারি হাসপাতালে সেন্টার হয়েছে সেখান থেকে ভ্যাকসিন নিন। এছাড়া যে সমস্ত বেসরকারি হাসপাতাল গুলোর নাম রয়েছে সেখান থেকে ভ্যাকসিন নিন।' উল্লেখ্য, ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে পুরসভাও তদন্ত শুরু করেছে। পুরসভার কেউ এই কাজে যুক্ত থাকলে, তাঁর কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। 

আরও পড়ুন, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য, কলকাতা পুলিশের দেওয়া তথ্যে পর্দাফাঁস দেবাঞ্জনের 


তিনি আরও বলেছেন,' মিউনিসিপাল কমিশনার এফআইআর করেছে। আমরা এখনও দেখছি কি কি নথি জাল হয়েছে। কিভাবে অ্যাকাউন্ট খুলল ব্যাঙ্ক, সেটা নিয়েও ব্যাঙ্কের বিরুদ্ধেও আমরা কেস করব। বিভাগের ভিতরে কেউ জড়িত থাকলে তা বেরিয়ে আসবে। কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা থেকে অর্ডার পেতে গেলে একটা ওয়ার্ক অর্ডার দেয় ঠিকাদারকে। সেই অর্ডার থাকলে দেখাক। তবেই সে কাজ শুরু হয়। যদি কোনও অর্ডার হয়ে থাকে তাহলে সেই অফিসারকে আমি সাসপেন্ড করব।' 

আরও পড়ুন, ভ্য়াকসিনের নামে অ্যামিকাসিন দিতেন দেবাঞ্জন, কসবাকাণ্ডে ধৃত আরও ৩ 

অপরদিকে সরকারি কাজে মূর্তির নীচে ফলকে নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের নাম প্রকাশ্যের আসার পরেই বিতর্ক আরও উসকে যায়। এই প্রসঙ্গে ফিরহাদ বলেছেন,  কর্পোরেশনের কোনও ওয়ার্ক অর্ডার নেই। হাজারো ফলক রয়েছে। আমি জানি না কে ফলক লাগিয়েছে। আমাদের জিজ্ঞেসা করে লাগায়নি।মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু হয়েছে। সিট গঠন হয়েছে। দোষীরা শাস্তি পাবে। বাংলায় বিচার হয়।'  

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী