কাঁচের বোতলের উপর জীবন বাজি রেখে পুশ আপ, কলকাতার পাপিয়ার স্টান্ট দেখে হতবাক অভিনেতা বিদ্যুৎ জামাল

Published : Sep 03, 2021, 06:42 PM ISTUpdated : Sep 03, 2021, 07:19 PM IST
কাঁচের বোতলের উপর জীবন বাজি রেখে পুশ আপ, কলকাতার পাপিয়ার স্টান্ট দেখে হতবাক অভিনেতা বিদ্যুৎ জামাল

সংক্ষিপ্ত

পাপিয়া জানিয়েছেন, তিনি এমন স্টান্ট করতে পছন্দ করেন। বহুদিন ধরেই চেষ্টা করছিলেন এমন স্টান্ট করার। কিন্তু, কাঁচের বোতলের উপর থেকে হাত পিছলে যাওয়ার আশঙ্কা ছিল। এমনকী শরীরের ভারে বোতল ভেঙে কাঁচের টুকরো তাকে জখম করতে পারতো! এমন সব প্রশ্ন ও আশঙ্কাকে ফুৎকারেই উড়িয়েছে পাপিয়া। তার মতে, তিনি করে ফেলবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন।   

খাড়া করে রাখা চারটি কাঁচের বোতল। আর তার উপরে দুই পা ও দুই হাতে চেপে বসেছে এক কিশোরী। খেলা এখানেই শেষ নয়। এরপর যা হয় তাতে আপনি চোখ রগড়ে নিতে বাধ্য হবেন। কারণ ওই কিশোরী এরপর ওই চারটি বোতলের উপরে সমানে পুশ-আপ দিতে থাকে। নেট দুনিয়া জুড়ে এখন ভাইরাল এই ভিডিও। যা দেখে হতবাক বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। এই কিশোরীর নাম পাপিয়া অধিকারী। বছর সতেরোর পাপিয়ার বাড়ি দক্ষিণ কলকাতার চেতলা ব্রিজের কাছে। চার বছর আগে ক্যারাটে শিখতে শুরু করে পাপিয়া। আর সেখান থেকেই মাথায় আসে কাঁচের বোতলের উপরে শরীর ফেলে দিয়ে পুশ আপ করার পরিকল্পনা। 


পাপিয়া নিজেকে ডাকাবুকো বলেই মানতে পছন্দ করে। অগাস্ট মাসেই টুইটারে একটি অ্যাকাউন্ট খুলেছে পাপিয়া। আর সেখানেই আপলোড করেছে তার এই মারাত্মকরকমের জীবনকে বাজি রেখে তোলা পুশ-আপ ভিডিও। টুইটারে ভিডিও আপলোড করার সময় সময় পাপিয়া লিখে দেয় যে এই স্টান্ট করতে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন অভিনেতা বিদ্যুৎ জামাল এবং টাইগার শ্রফ। নিজেকে এই দুই অভিনেতার মতোই ডাকাবুকো মনে করে পাপিয়া। এমন স্টান্টবাজি দেখে হতবাক বিদ্যুৎ জামালও। তিনি আবার পাপিয়ার ভিডিওটি রিটুইট করেছেন। 

দেখুন ভিডিও- ৩০ সেকেন্ডসে ৫৮টা পুশআপ, রেকর্ড বুকে বাংলার ক্ষুদে

পাপিয়া জানিয়েছেন, তিনি এমন স্টান্ট করতে পছন্দ করেন। বহুদিন ধরেই চেষ্টা করছিলেন এমন স্টান্ট করার। কিন্তু, কাঁচের বোতলের উপর থেকে হাত পিছলে যাওয়ার আশঙ্কা ছিল। এমনকী শরীরের ভারে বোতল ভেঙে কাঁচের টুকরো তাকে জখম করতে পারতো! এমন সব প্রশ্ন ও আশঙ্কাকে ফুৎকারেই উড়িয়েছে পাপিয়া। তার মতে, তিনি করে ফেলবেন বলে আত্মবিশ্বাসী ছিলেন। 

আরও পড়ুন- আধ ভাঙা কাপে রোমের আস্ত কলেসিয়াম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল বালুরঘাটের সৃষ্টি

সাধারণও মানুষও পাপিয়ার এমন স্টান্টবাজি দেখে বাকরুদ্ধ। কারণ, কাঁচের বোতলকে দাঁড় করিয়ে তার মুখের উপরে হাত ও পা রেখে সমানে পুশ-আপ দেওয়াটা শুধু কঠিন-ই নয় কল্পনাতীত। ক্যারাটে-তে একাধিক সম্মান লাভ করেছে পাপিয়া। অত্ভুতসব স্টান্টে পাপিয়া সবসময় রপ্ত করার খেলায় মেতে থাকে। যেমন একটা গাছের সরু মরে যাওয়া ডালকে চেপে রেখেও পুশ-আপ-এর কসরত সে চালিয়েছিল। সেই ভিডিও সে সম্প্রতি টুইটারে পোস্ট করেছে। পাপিয়া তার এই ডাকাবুকো স্টান্টবাজি দিয়ে আরও বহু মানুষকে হতবাক করে দিন। কিন্তু, এতে তিনি যাতে কোনও চোট না পান তার প্রার্থনাই করেছেন বহু সাধারণ মানুষ। 
আরও পড়ুন- সাইকেলে পাড়ি দিয়ে গোটা ভারত ভ্রমণ, দূষণমুক্ত পৃথিবী গড়ার ডাক কলেজ পড়ুয়ার
 


 

PREV
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী