দুর্গা পিতুরি লেনের পর এবার মদন দত্ত লেন, মেট্রোর কাজের জেরে ফের বৌবাজারের একাধিক বাড়িতে ফাটল

 ১৪ অক্টোবর শুক্রবার ভোর চারটে নাগাদ বৌবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কে বাড়ি ছেড়ে বেড়িয়ে আসতে বাধ্য হয় বাসিন্দারা। এরপরই মেট্রোরেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর  বিশ্বরূপ দে।

Web Desk - ANB | Published : Oct 14, 2022 6:46 AM IST / Updated: Oct 14 2022, 02:38 PM IST

২০১৯-এর স্মৃতি ফিরে এল বৌবাজারে। দুর্গা পিতুরি লেনের পর এবার আতঙ্ক মদন দত্ত লেনে। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের কাজ চলাকালীন ফাটল দেখা দেয় বৌবাজারের মদন দত্ত লেনের বাড়িগুলিতে। আতঙ্কে ভোর রাত থেকেই বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন মদন দত্ত লেনের বাসিন্দারা। ঘটনার জেরে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোর রাত থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এলাকায় মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনীও। অবিলম্বে এলাকা খালি করে দেওয়ার আবেদনও জানানও হয় এলাকাবাসীর কাছে। যদি কর্তৃপক্ষের আবেদনে বাড়ি ছাড়তে নারাজ একালাবাসী। 

১৪ অক্টোবর শুক্রবার ভোর চারটে নাগাদ বৌবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কে বাড়ি ছেড়ে বেড়িয়ে আসতে বাধ্য হয় বাসিন্দারা। এরপরই মেট্রোরেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, "ভোর রাতে ফাটল ধরেছে, অথচ মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ আসেনি। পরে আধিকারিকরা এলেও কোনও বিশেষজ্ঞ আসেনি।" এলাকাবাসীদের অভিযোগ, "ভোর চারটে থেকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন তোলেনি।" 

Latest Videos

আরও পড়ুন জলের তলা দিয়ে মেট্রো ছুটবে জুনে, হাওড়া-শিয়ালদহের যাত্রীরা কাউন্টডাউন শুরু করুন

এর আগে গত ১১ মে মেট্রোর কাজ চলাকালীন, বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কে বাড়ি ছেড়ে বেড়িয়ে আসে স্থানীয়রা। এই ঘটনার ৪ মাসের মাথায় একই ঘটনার পূণরাবৃত্তি ঘটল মদন দত্ত লেনে। ঘটনা প্রসঙ্গে মদন দত্ত লেনের এক বাসিন্দা জানিয়েছেন, "ভোর চারটে উঠে দেখি বাড়িতে ফটল ধরেছে। বেড়িয়ে দেখি এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে গোটা এলাকায়।" অপর এক বাসিন্দা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বলেছেন, "দুর্গা পিতুরি লেনের যাঁরা বাড়ি ছেড়েছিল, তাঁরা কি কেউ বাড়ি পেয়েছে?" 

আরও পড়ুন - যাত্রীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত, ইতিহাস রচনা করে যাত্রা শুরু শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রোর, সেরা ১০ ছবি

ঘটনাস্থলে ইতিমধ্যে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নিকটবর্তী এলাকায় নির্বিঘ্নে যানবাহন চলাচলও নিশ্চিত করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। 

আরও পড়ুন - ১৪ জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ইতিহাসের ক্ষণ, একই দিনে শিয়ালদহ থেকে ছুটছে ১০০ মেট্রো ট্রেন

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়