বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হচ্ছে রাতে আলো জ্বালালেও তেমন স্পষ্ট ভাবে দেখা যায়না হাওড়া ব্রিজ। তাই এবার নতুন করে আলো দিয়ে হাওড়া ব্রিজকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে আলো জ্বললে স্পষ্ট দেখা যায় হাওড়া ব্রিজ।
গঙ্গা ভ্রমণকে আরও মনোরম করতে এবার ঢেলে সাজানো হবে হাওড়া ব্রিজকে। কলকাতা বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর আলোর চাদরে মুড়ে ফেলা হবে হাওড়া ব্রিজকে। শুধু তাই নয় ব্রিজের উপর লাগানো হবে একটি সূক্ষ্ম জালিকা পর্দা। সেই পর্দায় ফুটে উঠবে বিভিন্ন ধরনের চালচিত্র। যদিও এই পর্দার জন্য হাওড়া ব্রিজের দৃশ্যমানতায় কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হচ্ছে। এই গোটা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে প্রায় ৩৫ কোটি টাকা খরচ পড়বে বলেও জানানো হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হচ্ছে রাতে আলো জ্বালালেও তেমন স্পষ্ট ভাবে দেখা যায়না হাওড়া ব্রিজ। তাই এবার নতুন করে আলো দিয়ে হাওড়া ব্রিজকে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে আলো জ্বললে স্পষ্ট দেখা যায় হাওড়া ব্রিজ।
শুধু হাওড়া ব্রিজই নয় সৌন্দর্য বৃদ্ধির তালিকায় রয়েছে আর্মেনিয়াম ঘাটও। ঐতিহাসিক এই স্থানকে নতুন করে সাজিয়ে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে চায় বন্দর কর্তৃপক্ষ। সেই জন্য আট একর জায়গা জুড়ে পুরোন বিল্ডিং-এর আদলে তৈরি হবে নতুন বিল্ডিং,পার্ক ও রেস্টুরেন্ট। স্ট্রান্ড রোডের পাশের জায়গাগুলিকেও একইভাবে সাজাতে চায় প্রশাসন। গোটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে খরচ পড়বে প্রায় ৮০ কোটি টাকা।
আরও পড়ুন - গুরুতর অসুস্থ সৌরভ-পত্নী, নবমী রাত থেকেই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ডোনা গঙ্গোপাধ্যায়
পার্ক, রেস্টুরেন্টের পাশাপাশি থাকছে শপিং মল তৈরির পরিকল্পনাও। ইতিমধ্যেই প্যাডেল বোটের জন্য প্রস্তুত করা হচ্ছে তিনটি জেটি।
আরও পড়ুন - দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলার শুনানি শেষ, আপাতত স্থগিত রাখা হল রায়দান
আরও পড়ুন - আদালতের শুনানির আগেই পুজোর অনুদানের বিজ্ঞপ্তি! পুজোর জন্য ২৪০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য