কার্নিভালের জন্য বন্ধ থাকবে কোন রাস্তা? কোন রাস্তা দিয়ে এড়ানো যাবে যানজট? জানুন শহরের রাস্তার হালহকিকত

পুলিশ সূত্রে খবর কার্নিভাল চলাকালীন ও তার আগে রেড রোডে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে যান চলাচল। শুধু রেড রোড নয়, পাশাপাশি বন্ধ থাকবে খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, ক্যুইন্স ওয়ে, এসপ্ল্যানেড ব়্যাম্প, পলাশি গেট রোড এবং মেয়ো রোড চত্বর। 
 

Ishanee Dhar | Published : Oct 7, 2022 3:19 PM IST

অতিমারির প্রকোপ কাটিয়ে দু'বছর পর ফের স্বমহিমায় সেজে উঠছে দুর্গাপুজার কার্নিভাল। রাত পোহালেই রাজপথ দিয়ে এগোবে সারি সারি মাতৃপ্রতিমা। রেড রোডে কার্নিভালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্নিভালের জন্য বন্ধ থাকবে শহরের একাধিক ছোট বড় রাস্তা। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে বেশ কিছু জায়গায়। যানজট এড়িয়ে কোন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ? কোন পথে গেলে ভোগান্তী কম হবে? কী জানাচ্ছে লালবাজার? 

পুলিশ সূত্রে খবর কার্নিভাল চলাকালীন ও তার আগে রেড রোডে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে যান চলাচল। শুধু রেড রোড নয়, পাশাপাশি বন্ধ থাকবে খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড, ক্যুইন্স ওয়ে, এসপ্ল্যানেড ব়্যাম্প, পলাশি গেট রোড এবং মেয়ো রোড চত্বর। 

আরও পড়ুন - গুরুতর অসুস্থ সৌরভ-পত্নী, নবমী রাত থেকেই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ডোনা গঙ্গোপাধ্যায়

কার্নিভাল চলাকালীন ব্যবহার করা যাবে কোন রাস্তা? 

কার্নিভাল চলাকালীন হসপিটাল রোডের বদলে ব্যবহার করতে হবে এ জে সি বোস রোড এবং জওহরলাল নেহরু রোড। খিদিরপুর রোডের বদলে যাতায়াত করা যাবে  সেন্ট জাজেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড। রেড রোডের বদলে রানি রাসমণি অ্যাভিনিউ ও জওহরলাল নেহরু রোড কিংবা রানি রাসমণি অ্যাভিনিউ, কিংস ওয়ে হয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে যাতায়াত করা যাবে। অন্যদিকে রেড রোডের উত্তরমুখী গাড়িগুলি যাতায়াত করতে পারবে জওহরলাল নেহরু রোড।  ক্যুইন্স ওয়ের বদলে ব্যবহার করা যাবে ক্যাথিড্রাল রোড এবং জওহরলাল নেহরু রোড। এসপ্ল্যানেড ব়্যাম্পের বদলে গাড়ি চলাচল করবে এ জে সি বোস ব়্যাম্প কিংবা হ্যাস্টিংস ব়্যাম্প রোড দিয়ে। শুধু তাই নয় শনিবার দুপুর ৩টে থেকে মালবাহী গাড়ি কলকাতার রাস্তায় ঢুকতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।  

আরও পড়ুন - দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত মামলার শুনানি শেষ, আপাতত স্থগিত রাখা হল রায়দান

আরও পড়ুন - আদালতের শুনানির আগেই পুজোর অনুদানের বিজ্ঞপ্তি! পুজোর জন্য ২৪০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য

Read more Articles on
Share this article
click me!