লোকাল ট্রেনের চাকা গড়ানোর ইঙ্গিত, সমাধান সূত্রের খোঁজে বুধবার রাজ্য়-রেল বৈঠক

  • বাংলায় লোকাল ট্রেনের চাকা গড়ানোর ইঙ্গিত
  • বুধবার ফের বৈঠকে বসছে রাজ্য-রেল
  • কোন শাখায় কত ট্রেন চলবে?
  • পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা

Asianet News Bangla | Published : Nov 3, 2020 2:30 PM IST / Updated: Nov 03 2020, 08:05 PM IST

বুধবার নবান্নে ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। রেল পরিষেবা দ্রুত চালু করার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে শুরু হয়েছে তৎপরতা, গত সোমবার নবান্নে রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রেল কর্তারা। তারপর সিদ্ধান্ত হয় আগামী ৫ নভেম্বর তারা বৈঠকে বসবেন। কিন্তু তার আগেই ৪ নভেম্বর বৈঠকে বসছে রাজ্য সরকার। বৈঠকে থাকছেন বিভিন্ন ডিভিশনের ডিভিশনাল জেনারেল ম্যানেজার এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সিওএম। 

আরও পড়ুন-ভোটের আগে শুভেন্দুর নামে কি নতুন দল, পুরুলিয়ার বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান বাড়িয়ে দিল জল্পনা

কোন শাখায় কত ট্রেন চলবে, কিভাবে ট্রেন চালানো হবে, কিভাবে যাত্রীদের ট্রেনে তোলা হবে, সামাজিক দূরত্ব কিভাবে বজায় থাকবে ইত্যাদি একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তুতি অনেকটাই সেরে রেখেছে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল। সেই প্রস্তুতির কথা রাজ্য সরকারের কাছে জানাবে তারা। তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 

আৎও পড়ুন-'বিমল গুরুংয়ের চ্যাপ্টার ক্লোজড, কে এই বিমল গুরুং', মমতার সঙ্গে বৈঠকের পর মন্তব্য বিনয় তামাঙের

তবে পরিস্থিতি যাই হোক না কেন, রাজ্য সরকার চাইছে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত শুরু হোক ট্রেন চলাচল।
 

Share this article
click me!