Protest: 'দায়ী কেন্দ্র', পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ লাক্সারি ট্যাক্সি সংগঠনের

Published : Oct 27, 2021, 01:46 PM ISTUpdated : Oct 27, 2021, 01:50 PM IST
Protest: 'দায়ী কেন্দ্র', পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ লাক্সারি ট্যাক্সি সংগঠনের

সংক্ষিপ্ত

পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে লাক্সারি ট্যাক্সি সংগঠনের অভিনব প্রতিবাদ।  মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারকেই দায়ী করছেন তাঁরা।  

পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির (Petrol and Diesel Price Hike) কারণে লাক্সারি ট্যাক্সি সংগঠনের অভিনব প্রতিবাদ (Protest) । উল্লেখ্য, অক্টোবার মাস ধরে টানা জ্বালানীর দামে আগুন।  বুধবারও ফের জ্বালানীর দাম বেড়েছে কলকাতায়। প্রতি লিটার প্রেট্রোলে (Petrol) ৩৪ পয়সা করে এবং ডিজেলে (Diesel) ৩৫ পয়সা করে মূল্য বৃদ্ধি হয়েছে। মোটের উপর ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই কলকাতায়। এহেন পরিস্থিতিতে একাধিক দাবি নিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে লাক্সারি ট্যাক্সি সংগঠন (   Luxury Taxi organization)।

আরও পড়ুন, Alapan Bandyopadhyay: 'কেউ বাঁচাতে পারবে না', আলাপন বন্দ্য়োপাধ্যায়কে খুনের হুমকি, তদন্তে গোয়েন্দা

বালিগঞ্জ স্টেশন থেকে চেতলা ব্রিজ পর্যন্ত একটা গাড়িকে দড়ি দিয়ে বেঁধে টানা হল।এটাই তাদের প্রতীকী  প্রতিবাদ। লাক্সরী ট্যাক্সি এসোসিয়েশনের দাবি,  প্রতি কিলোমিটারে ২০ টাকা দিতে হবে। বেস্ট ফেয়ারে ৫০ টাকা দিতে হবে। ওয়েটিং চার্জ প্রতি মিনিটে ২ টাকা করতে হবে। ক্যানসেল চার্জ ৩৫ টাকা করতে হবে। মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারকেই দায়ী করছেন তাঁরা। প্রসঙ্গত, ২০ অক্টোবারের পর ২৭ অক্টোবর সপ্তাহ ঘুরতেই ফের আকাশ ছোঁওয়া জ্বালীনির দাম কলকাতায়।  যা এতদিনের সবমূল্যকে পার করেছে। বুধবার কলকাতায় পেট্রোলের দাম হয়েছে  প্রতি লিটার প্রেট্রোলে (Petrol) ৩৪ পয়সা করে বেড়ে ১০৮ টাকা ৪৫  পয়সা এবং ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে  ৯৯ টাকা ৭৮পয়সা। আর এরপরেই প্রতিবাদে নামে  লাক্সারি ট্যাক্সি সংগঠন।

"

আরও পড়ুন, Swasthya Sathi: ভর্তির পর রোগ নির্ণয়ে সর্বোচ্চ খরচ ৫ হাজার, স্বাস্থ্যসাথীর নয়া নির্দেশিকা রাজ্য়ের

প্রসঙ্গত, পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকানোর পরেও ভাড়া বৃদ্ধির দাবি নিয়ে অগাস্ট মাসে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিল  ট্যাক্সি সংগঠন। সেই সময় ট্যাক্সি ইউনিয়নের সম্পাদক বিহল গুহের  অভিযোগ ছিল, পরিবহন দফতরকে এনিয়ে লিখিতভাবে চিঠি দেওয়া সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।  তার  আগে ভাড়াবৃদ্ধির দাবিতে ২৬ জুলাই ধর্মঘট ডেকেছিল ট্যাক্সি সংগঠনগুলি। ওই দিন হলুদ ট্যাক্সির পাশাপাশি শহরে মেলেনি অ্যাপ ক্যাবও।

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি