WBBSE Madhyamik Result 2022: মাধ্যমিকে জেলায় জয়জয়কার, কলকাতা কোথায় দাঁড়িয়ে

শুরু হল মাধ্যমিকের ফলপ্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবছর চলতি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ।

শুরু হল মাধ্যমিকের ফলপ্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবছর চলতি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পরীক্ষায় পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।এই বছর মাধ্যমিকে প্রথম হয়েছেন দুইজন বাঁকুড়ার অর্ণব ঘড়াই এবং বর্ধমানের রৌণক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯৩। উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর বাইশ সালে অফলাইন পরীক্ষা হয়েছে। চলতিবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম নয়।  চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে দাবি করা হয়েছে, একুশ সালে পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার বেশ লম্বা আবেদন পত্র জমা পড়ে।

মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের রৌণক মণ্ডল

Latest Videos

মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের রৌণক মণ্ডল।  ৬৯৩ নম্বর পেয়ে রৌণক এবার যুগ্মভাবে প্রথম হয়েছেন।  প্রাথমিক শিক্ষক বাবার একমাত্র ছেলে রৌনক ছোটোবেলার থেকেই পড়াশোনায় মেধাবী। ডাক্তার হওয়ার স্বপ্ন তার।  রৌণক মণ্ডলের বাবা জানিয়েছেন, ছেলের পড়াশোনার কোনও নির্দিষ্ট সময় ছিল না। কখনও রাত ১২ টা অবধি পড়তো। কখনও রাত ৯ টার মধ্য়েই পড়াশোনা শেষ করত। তবে ছোট থেকেই স্কুলে প্রথম বা দ্বিতীয় স্থানে ছিল রৌনক। এবার মাধ্যমিকে শীর্ষ স্থান অধিকার করায় স্বাভাবিকভাবেই খুশি বর্ধমানের মণ্ডল পরিবার। পাঠ্য বই পড়ার পাশে, সংগীত চর্চাও করে রৌনক। তবে ছেলেকে পড়াশোনার জন্য কোনওদিনও বকাবকি করেননি। তবে রৌনক জানিয়েছে, ডাক্তার হয়ে জনসেবা করাই লক্ষ্য তাঁর।

আরও দেখুন, WBBSE Madhyamik Result 2022 Live: মাধ্যমিকে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, ফল জানতে রইল যাবতীয় ঠিকানা 

মাধ্যমিকে প্রথম হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন  বাঁকুড়ার অর্ণব ঘড়াইয়ের, বেলা ১১ টা

মাধ্যমিকে প্রথম হয়েছেন বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। স্বাভাবিকভাবেই এই ফলাফলে খুবই খুশি বলেই জানিয়েছেন অর্ণব ঘড়াই। সংবাদমাধ্যম থেকেই প্রথম খবরটা জানতে পারেন বলে জানিয়েছেন  অর্ণব। অর্ণব নিজেই জানালেন, আমার এত ভাল রেজাল্ট জানতে পেরে বাড়িতে সবাই খুব খুশি। খুব ভাল লাগছে। পরীক্ষা দিয়ে ভাবিনি যে এতটা নাম্বার পাবো। পড়াশোনা সারাদিনে কতটা সময় ধরে করত, প্রশ্নে, অর্ণব বলে, আমি খুব একটা বেশি সময় ধরে পড়াশোনা করতাম না। 'মা-বাবা গাইড করে দিত।'  চিকিৎসক হয়ে দেশ সেবা করার স্বপ্ন দুই চোখে এখন অর্ণবের।

আরও পড়ুন, 'আমি খুব খুশি', দিল খোলা হেসে, মিষ্টি মুখে টপাটপ পুরল মাধ্যমিকে নবম হওয়া বিশ্বদীপ

কলকাতায় সেরা শ্রুতর্ষী, সকাল ১০টা ৪০ মিনিট

মাধ্যমিকে চতুর্থ হয়েছে পাঠভবনের শ্রুতর্ষী ত্রিপাঠী। শ্রুতর্ষীর প্রাপ্ত নম্বর ৬৯০। শ্রুতর্ষী জানিয়েছে,' খুব ভালো লাগছে, ভাবতেই পারিনি ৪ নম্বরে থাকবো। আশা করেছিলাম ৭ থেকে ৮ নম্বরে নাম  থাকবে।রেজাল্ট ঘোষণার সময় বাবা পাশে ছিলেন। মা ঠাকুরঘরে ছিলেন। বন্ধুরা অভিনন্দন জানিয়েছে। এরপরেই স্পেল বাউন্ড-বাকরুদ্ধ। খুশির বন্যা বইছে ত্রিপাঠী পরিবারে।

 আরও পড়ুন, 'ভাবতেই পারিনি ৪ নম্বরে থাকবো', মাধ্যমিকে চতুর্থ হয়ে আনন্দে আত্মহারা পাঠভবনের শ্রুতর্ষী

চলতি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ , সকাল ৯ টা ৩৮ মিনিট

চলতি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পরীক্ষায় পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন