মোদী-যোগী সহ ৭ রাজ্যের জায়ান্ট স্ক্রিনে চলবে মমতার ভাষণ, ২১ জুলাই বড় পদক্ষেপ তৃণমূলের


চব্বিশের লক্ষ্যে পাখির চোখ এবার দিল্লি। সেই লক্ষ্য়েই ২১ জুলাই প্রথম পদক্ষেপ রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ভার্চুয়াল সমাবেশে গোটা দেশে মমতার বার্তা
পৌছবে তৃণমূল। 

Asianet News Bangla | Published : Jul 18, 2021 4:39 AM IST / Updated: Jul 18 2021, 10:22 AM IST

চব্বিশের লক্ষ্যে পাখির চোখ এবার দিল্লি। সেই লক্ষ্য়েই ২১ জুলাই প্রথম পদক্ষেপ রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ভার্চুয়াল সমাবেশে গোটা দেশে মমতার বার্তা
পৌছবে তৃণমূল। একাধিক রাজ্যে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শোনানো হবে মমতার ভাষণ।

 

 

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসার জের, ১৬ জেলার দুষ্কৃতীদের নামের তালিকা জমা দিল NHRC, কাঠগড়ায় তৃণমূল


সারা দেশের মাঝে তৃণমূলের তালিকায় সবার উপরে নাম রয়েছে মোদী রাজ্য গুজরাটের। সূত্রের খবর, গুজরাটের ৩২ টি জেলার ৫০ টি জায়েন্ট স্ক্রিন লাগিয়ে মমতার ভাষণ শোনানো হবে। জায়ান্ট স্ক্রিন লাগানো হবে দিল্লিতেও। পাশপাশি যোগী রাজ্য উত্তরপ্রদেশের একাধিক জেলায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শোনানো হবে মমতার ভাষণ। আয়োজনের সম্ভার থাকছে তামিলনাড়ু, পঞ্জাব এবং ঝাড়খন্ডেও। উত্তর-পূর্বের দুই রাজ্য অসম-ত্রিপুরাতেও থাকছে চব্বিশের লক্ষ্যভেদে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা।  তাই মমতার ২১ জুলাইয়ের ভাষণ শুনতে চলেছে সবমিলিয়ে ৬ থেকে ৭ টি রাজ্য। গুজরাটে মমতার ভাষণ সম্প্রচার উপলক্ষে ইতিমধ্য়েই গুজরাটিতেও প্রচার শুরু করেছে তৃণমূল। এখানেই শেষ নয়, শনিবার একটি গুজরাটি পোস্টার প্রকাশ করেছে মমতার সরকার।

 

 

আরও পড়ুন, 'হয় ৬ আত্মীয়কে শিক্ষকের চাকরি, না হলে হত্যালীলা'- হিজবুল মুজাহিদিনের কি খেয়ে বসে কোনও কাজ নেই


প্রসঙ্গত, চলতি বছরে ২১-র শহিদ দিবস যে একটা বড় প্রভাব ফেলতে চলেছে, তা নিয়ে সন্দেহর অবকাশ নেই। কারণ অন্যবারগুলি থেকে এবছরের শহিদ দিবসে ২১ জুলাইকেই দিল্লি জয়ের প্রথম সিড়ি হিসেবে লক্ষ্য বানিয়েছে ঘাসফুল শিবির। অপরদিকে, চব্বিশের লক্ষ্যে লোকসভা ভোটের আগে আসছে 'খেলা হবে' স্লোগানের হিন্দি সংষ্করণ। এই গান বেধেছিলেন দেবাংশু ভট্টাচার্য। বাংলায় খেলার পর এবার জাতীয় খেলা। দেবাংশু জানিয়েছেন, সারা দেশ থেকে আমার কাছে আবেদন আসছে। সবে লেখা শুরু করেছি। ইচ্ছে আছে ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ প্রকাশ করব।'
 

আরও পড়ুন, 'কাশ্মীর' নয়, এই প্রথম 'শিক্ষক নিয়োগ' ইস্যু, হিজবুল মুজাহিদিনের হুমকি সিডি আদৌ কতটা সত্যি

Share this article
click me!