করোনা যুদ্ধের সৈনিক সাংবাদিকরাও, ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার কথা ঘোষণা মমতার

Published : May 03, 2020, 04:02 PM IST
করোনা যুদ্ধের সৈনিক সাংবাদিকরাও, ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার কথা ঘোষণা মমতার

সংক্ষিপ্ত

করোনা যুদ্ধে যারা সামিল, তাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা  রবিবার টুইট করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  এর আওতায় পড়ছেন সাংবাদিকরাও,  তারাও প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন   করোনার খবর সংগ্রহ করতে গিয়ে কোনও সাংবাদিক আক্রান্ত হলে তিনি এই সুবিধা পাবেন   


 করোনা যুদ্ধের যারাই সামিল হয়েছে, তাঁরা পাবেন বড়সড় স্বাস্থ্য বিমা। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রাজ্য়কে বাঁচাতে এবং সেই খবর পৌঁছে দিতে প্রাণের ঝুঁকি নিয়ে যারাই হয়েছেন সামিল তারাই এতে সামিল হতে পারবে। তাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

 আরও পড়ুন, এনআরএসে করোনা আক্রান্ত আরও ১৩, একজনের রিপোর্ট আসার আগেই মৃত্যু

 

 

টানা ২ সপ্তাহ পর খুলল হাওড়া হাসপাতাল, করোনাকে হারিয়ে কাজে যোগ দিলেন সুপার

 

রবিবার ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যারা একেবারে সামনের সারিতে রয়েছেন তাদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা বরাদ্দ করা হবে। এর আওতায় পড়ছেন সাংবাদিকরাও৷ কারণ তারাও খবর সংগ্রহের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন ৷ বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন,  'সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ৷ আমরা সাংবাদিকদের কাজকে শ্রদ্ধা করি ৷ এ রাজ্যের সরকারও সাংবাদিকদের সাহায্যের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে ৷ '

আরও পড়ুন, আকাশ ঝেঁপে পুষ্প বৃষ্টি শহরের কোভিড হাসপাতালে, পাপড়ি ছড়িয়ে চিকিৎসকদের সম্মান জানাল বায়ু সেনা

 

উল্লেখ্য়, সাংবাদিকদের সুবিধার্থে বেশ কিছু উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ এর মধ্যে রয়েছে ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমাও ৷ অর্থাৎ করোনার খবর সংগ্রহ করতে গিয়ে কোনও সাংবাদিক যদি আক্রান্ত হন, তাহলে তিনি এই সুবিধা পাবেন ৷
 

PREV
click me!

Recommended Stories

'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের
Messi Event Chaos: মেসি কাণ্ডে তৃণমূলকে চরম তুলোধোনা শতরূপ-সুজনদের, দেখুন কী বলছেন