সিঙ্গুর আন্দোলন থেকে সিঙ্গুর বিল-কঠিন লড়াইয়ের ১০ বছরের স্মৃতিচারণা, কী বললেন মমতা

Published : Jun 14, 2021, 03:12 PM ISTUpdated : Jun 14, 2021, 04:05 PM IST
সিঙ্গুর আন্দোলন থেকে সিঙ্গুর বিল-কঠিন লড়াইয়ের ১০ বছরের স্মৃতিচারণা, কী বললেন মমতা

সংক্ষিপ্ত

দশ বছর আগে পাশ হয় সিঙ্গুর বিল সোমবার সেই প্রেক্ষিতে জোড়া ট্যুইট মমতার মমতা বলেন, দীর্ঘ দশ বছরের লড়াইয়ের সাক্ষী  এই মুহুর্তকে গর্বের বলে উল্লেখ করেন মমতা 

তৎকালীন দাপুটে বিরোধী নেত্রী থেকে আজকের পরিণত মুখ্যমন্ত্রী। বিজেপির তাবড় নেতাদের হারিয়ে ক্ষমতা দখল করার ইতিহাস তৈরির নেত্রী। তবে রাজনৈতিক সাফল্য যতই আসুক, উত্থানের পটভূমিকা ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর আন্দোলন, তার জেরে পরবর্তী কালে সিঙ্গুর বিল পাশ। প্রায় দশ বছর আগে সেই সময়ের স্মৃতিচারণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই প্রেক্ষিতেই জোড়া ট্যুইট করলেন তিনি।

আরও পড়ুন- ১৫ই জুন থেকে মিলবে স্পুটনিক ভি, এখনও ভ্যাকসিন না নিলে পেতে পারেন এই টিকা, জানুন বিস্তারিত

 

 

 

সোমবার ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘ দশ বছরের লড়াইয়ের সাক্ষী সিঙ্গুর বিল। দীর্ঘ ও কঠিন লড়াইয়ের শেষে আজকের দিনে বিধানসভায় Singur Land Rehabilitation and Development Bill 2011 পাশ হয়েছিল। এই মুহুর্তকে গর্বের বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেন তখন রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাঁদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। 

আরও পড়ুন- বাড়িতে নেশার আসর বসায় রত্না, বৈশাখীকে পাশে নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ শোভনের

আরও পড়ুন - কুলিক নদীর বাঁধের ভিত ঝাঁঝরা করে চলছে মাটি কাটা, আসন্ন বর্ষায় বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা

দ্বিতীয় ট্যুইটে মমতা ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন এখন দেশ জুড়ে কৃষকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাঁদের স্বার্থ দেখার কেউ নেই। কেন্দ্রের ভুল নীতির শিকার গোটা দেশের কৃষকরা। এঁদের জন্য লড়াই চালিয়ে যাবেন তিনি বলে জানান মমতা। তাঁদের স্বার্তরক্ষাই প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী