পিএসি-র চেয়ারম্যান হতে না হতেই বিধায়াকের আকাশে বজ্রপাত।'সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ একদিনে ৮০ কোটি টাকা কেড়ে নিয়েছিলেন মুকুল রায়', এমনই ভয়ঙ্কর দাবি এনেছে সারদাকাণ্ডে ধৃত সংস্থার প্রাক্তন ডিরেক্টর মনোজ নাগেল।
পিএসি-র চেয়ারম্যান হতে না হতেই বিধায়াকের আকাশে বজ্রপাত। সারদাকাণ্ডে অভিযোগের আধারে শিরোণামে মুকুল রায়। 'সারদাকর্তা সুদীপ্ত সেনের কাছ একদিনে ৮০ কোটি টাকা কেড়ে নিয়েছিলেন মুকুল রায়', এমনই ভয়ঙ্কর দাবি এনেছে সারদাকাণ্ডে ধৃত সংস্থার প্রাক্তন ডিরেক্টর মনোজ নাগেল।
আরও পড়ুন, নিজের ব্যর্থতা ঢাকতে হর্ষবর্ধনকে এ কী করলেন মোদী, ফাঁস করতে তোপ অধীরের
সংস্থার প্রাক্তন ডিরেক্টর মনোজ নাগেলের বক্তব্য, সারদাকাণ্ডে প্রয়োজনে গোপন জবানবন্দি দিতেও তিনি তৈরি রয়েছেন। তবে সুদীপ্ত সেনের থেকে কোটি কোটি টাকা নিয়ে কীভাবে বহাল তবিয়নে ঘুরে বেড়াচ্ছেন মুকুল, কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না সিবিআই, প্রশ্নের সমুদ্রে ঢেউ তুলেছেন মনোজ। উল্লেখ্য সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর ২০১৩ সালের ১৯ এপ্রিল প্রথম গ্রেফতার হয়েছিল নাগেল। তিনি বলেছিলেন, সুদীপ্ত সেন ফেরার হওয়ার পর আমি মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করি। তিনি মুকুল রায়ের সঙ্গে দেখা করতে বলেন। এরপরই তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার আমাকে ডেকে পাঠান। তারপর গ্রেফতার করেন আমাকে।
আরও পড়ুন, 'শুভেন্দু একাই নিজে BJP-কে শেষ করে দেবে', Petrol ইস্যু নিয়ে বিস্ফোরক ফিরহাদ
তবে এখানেই শেষ নয়, নাগালের দাবি, সুদীপ্ত সেন কলকাতা ছাড়ার সময় ৮০ কোটি টাকা নিয়ে গিয়েছিলেন। সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর টাকা ছিনিয়ে নেন মুকুল রায়। একদিনেই উনি ৮০ কোটি টাকা সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন। আর মোট কত নিয়েছিলেন, তার কোনও হিসেব নেই। তিনি কোটি কোটি টাকা নিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। এর বিচার চাই।'
আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস