করোনা উপসর্গ সহ বৃহন্নলার মৃত্যুতে রণক্ষেত্র সাগরদত্ত মেডিক্যাল কলেজ, ব্যাপক ভাঙচুর স্থানীয়দের

Published : May 01, 2020, 03:46 PM ISTUpdated : May 01, 2020, 07:13 PM IST
করোনা উপসর্গ সহ বৃহন্নলার মৃত্যুতে রণক্ষেত্র সাগরদত্ত মেডিক্যাল কলেজ, ব্যাপক ভাঙচুর স্থানীয়দের

সংক্ষিপ্ত

করোনা উপসর্গের বৃহন্নলার মৃত্যুতে রণক্ষেত্র সাগরদত্ত মেডিক্যাল কলেজ  আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ   সম্প্রতি জ্বর,সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন   কিন্তু শুক্রবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়, মৃত্যু হয় ওই বৃহন্নলার   

করোনা উপসর্গের বৃহন্নলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয়রা। আইসোলেশন ওয়ার্ড থেকে শুরু করে প্রায় সবজায়গার জরুরী সরঞ্জাম কিছু বাদ পড়েনি। অবস্থা সামাল দিতে পৌছোয় বিশাল পুলিশ বাহিনী। 

 

 

আরও পড়ুন, আরজি করের এমার্জেন্সি বিভাগের ১১ তলার উপর থেকে মরণঝাঁপ, ঘটনাস্থলেই মৃত্যু চিকিৎসকের
 
  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই জ্বর ও সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে তৃতীয় লিঙ্গের এক সদস্য হাসপাতালে ভর্তি হন। তিনি আইসোলেশনে চিকিত্সাধীন ছিলেন। তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জ্বর পাঠানো হয়। কিন্তু শুক্রবার সকালে আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়। মৃত্যু হয় তাঁরই। এরপরই তাঁর সঙ্গীরা হামলা চালান হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড, হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন, মেয়ের দেহ আগলে একা বসে রইলেন অসহায় মা, প্রতিবেশীরা করোনা-আতঙ্কে দিলেন দরজা বন্ধ করে

অপরদিকে,  মৃতের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, সে বিষয় এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। এই মহূর্তে, হাসপাতালের আইসোলেশন ও জরুরি বিভাগের প্রহরায় রয়েছেন পুলিশকর্মীরা।

 

 

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা

রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের

স্ক্রিন ছুঁয়েই প্রিয় জনের অনুভূতি, করোনা রুখতে শহরের হাসপাতালে চালু 'ভারচুয়াল ভিজিটিং আওয়ার্স'

এবার বেসরকারিতেও করোনা চিকিৎসায় মিলবে বিনামূল্য়ের পরিষেবা, হাস

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী