পরীক্ষা শুরুর এক ঘণ্টা যাওয়া যাবে না শৌচাগারে, নয়া বিধি উচ্চমাধ্যমিকে

  •  ২০২০ সালের ১২ মার্চ থেকেই শুরু উচ্চমাধ্যমিক 
  • পরীক্ষার প্রথম এক ঘন্টায় ওয়াশরুম যাওয়া নিষেধ 
  • পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষার্থী বাইরে যাওয়া বারণ 
  • পরীক্ষায় নকল রুখতে কড়া পদক্ষেপ নিল শিক্ষা দফতর 

Ritam Talukder | Published : Mar 11, 2020 7:59 AM IST / Updated: Mar 11 2020, 02:12 PM IST

 ২০২০ সালের ১২ মার্চ থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। তবে এবার উচ্চমাধ্যমিকে নকল রুখতে কড়া পদক্ষেপ নিল শিক্ষা দফতর। পরীক্ষার হলে থাকবেন মোট তিন জন গার্ড। পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষার্থী বাইরে যাওয়া বারণ। পরীক্ষা শুরুর  প্রথম এক ঘন্টায় ওয়াশরুম যাওয়া নিষেধ।

আরও পড়ুন, দোলের পরেই সুখবর, একলাফে দাম কমল পেট্রোল-ডিজেলের

চলতি বছরে উচ্চমাধ্যমিক দিচ্ছে ১৯ লক্ষ শিক্ষার্থী। তবে নকল রুখতে ও  যাবতীয় নিরাপত্তার জন্য় মোট ৩ জন গার্ড থাকবেন।তাদের মধ্য়ে একজন প্রধান হবেন, যাকে আইডি কার্ড দেওয়া হবে। একজন থাকবেন মোবাইল অবজারভার। এমনকি পরীক্ষা চলাকালীন শিক্ষক-শিক্ষার্থী বা অন্য় কোনও হলের কর্মীর বাইরে যাওয়া পুরোপুরি বারণ।

আরও পড়ুন, ২০০টির কাছাকাছি শূন্য় পদ, পুরভোটের আগে ফের শিক্ষক নিয়োগ রাজ্যে

 উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনই ঘোষণা করা হয় ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন জানিয়ে দেয় শিক্ষা সংসদ। টানা ১৬ দিন ধরে চলবে এই পরীক্ষা। ২৭ মার্চ পরীক্ষা শেষ হবে। প্রতিদিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও ভোকেশনাল স্টাডিজ, স্বাস্থ্য ও শরীর বিদ্যা, মিউজিক ও ভিজুয়াল আর্টের মতো বিষয়ের জন্য পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা।

আরও পড়ুন, মহাকরণের সামনেই মনের সুখে টিকটক ভিডিও, তাড়া খেয়ে আহত যুবক

Share this article
click me!