মহানগর জুড়ে মনখারাপ, কবে আসবে আবার মা দুর্গা

  • সবাই নতুন পোশাকে উমা মাকে প্রণাম করছে 
  • আবার দেবী দুর্গা আমাদের মাঝে কবে আসবে 
  •  জেনে নিন আগামী বছরের পুজো ক্য়ালেন্ডার 
  •  বিসর্জন শুরু হতেই তৈরি হতে পারে যান জট 

Ritam Talukder | Published : Oct 26, 2020 6:01 AM IST / Updated: Oct 26 2020, 12:46 PM IST

করোনা পরিস্থিতিতে পুজোয় কিছু বাধা এলেও সবাই নতুন পোশাকে উমা মাকে প্রণাম করেছে। প্য়ান্ডেলে নো এন্ট্রি বোর্ড ঝোলানো থাকলেও ভক্তের দল মা দুর্গাকে দূর থেকে প্রণাম করেই শান্তি পেয়েছে। তবে সোমবার মনখারাপের দিন। মা দুর্গা নেবেন বিদায়। আর এমনই মন খারাপের মুহূর্তে মন ভাল হয়ে যেতে পারে, আবার দেবী দুর্গা আমাদের মাঝে কবে আসবে। 

আরও পড়ুন, আজ দশমীতে শহরজুড়ে ১৮০০ প্রতিমার বিসর্জন, জেনে নিন রুটগুলি

 

 

 

নতুন পোশাকে সামিল হতে পারবে আবার পুজোতে

তাহলে এবার জেনে নেওয়া যাক আগামী বছর ২০২১-এ উমা মা ছেলেমেয়েকে নিয়ে আসছেন কবে। আগামী বছর ২০২১-এ মহালয়া পড়ছে ৬ অক্টোবার, ১১ অক্টোবার মহাষষ্ঠী, ১২ অক্টোবার মহাসপ্তমী, ১৩ অক্টোবার মহাঅষ্টমী , ১৪ অক্টোবার মহানবমী, ১৫অক্টোবার মহাদশমী। তবে আশা করা যায়, তার আগেই করোনা মুক্ত হবে  বাংলা। প্রিয় জনকে  হারাবে না মানুষ। ফিরবে রুজি-রুটি। নতুন পোশাকে সামিল হতে পারবে আবার পুজোতে। কারণ কেন্দ্রের অনুমান, তার আগেই ভ্যাকসিন আসবে। করোনা মুক্ত হবে ভারত।

 

আরও পড়ুন, পুজোর আনন্দের আড়ালে করোনায় আরও মৃত্যু, একদিনে ফের রেকর্ড সংক্রমণ কলকাতায়

 

অনেক বেসরকারি অফিসই খুলে গিয়েছে

অপরদিকে, সোমবার শহর জুড়ে বিসর্জন শুরু হতেই রাস্তাঘাটে যান জট তৈরি হতে পারে। কারণ সোমবার অনেক বেসরকারি অফিসই খুলে গিয়েছে। তার উপর নেই লোকাল ট্রেন। তাই নির্দিষ্ট কিছু রাস্তাও ভাগ করা হয়েছে বিসর্জনের সুবিধার্থে।  
 

Share this article
click me!