আজ কলকাতায় পেট্রোল-ডিজেল সস্তা হল কি, জানুন মুম্বই-সহ সারা দেশের জ্বালানীর দর

সোমবার ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।  সোমবার কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, এবার জেনে নেওয়া যাক। 

Web Desk - ANB | Published : Apr 18, 2022 2:17 AM IST / Updated: Apr 18 2022, 07:49 AM IST

সোমবার ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। কাজে বেরোনোর আগে অবশ্য পেট্রোল-ডিজেলের দাম জেনে নিন। উল্লেখ্য, কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। গত সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। ২২ মার্চের পর প্রায় ১০ টাকা ২০ পয়সা প্রতি লিটারে দাম বৃদ্ধি পেয়েছে।  প্রায় চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। মূল্যবৃদ্ধির পর যদিও ইতিমধ্যেই কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৫ টাকা পার করে গিয়েছে। সোমবার কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, এবার জেনে নেওয়া যাক। 

 নতুন করে লাফিয়ে বাড়ার পর সোমবার ১২ তম দিনে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম  ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি   প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে।  রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম   ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। ব্যাঙ্গালোরে লিটার প্রতি পেট্রোলে দাম ১১১ টাকা ৯পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম  ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে।

আরও পড়ুন, জিতেও শান্তি এল না, বালিগঞ্জের ২ ওয়ার্ডে কেন পিছিয়ে তৃণমূল, খতিয়ে দেখছে শাসকদল

আরও পড়ুন, 'কেন এতগুলি ইস্তফা একসঙ্গে', বিজেপির ভরাডুবির পর বিস্ফোরক অনুপম হাজরা

উল্লেখ্য, দাম এদিন অপরিবর্তিত থাকলেও, এই দামে জ্বালানী কিনতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তবেপেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমানোর জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক।এই আলোচনা ইতিবাচক হলে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমবে। গতবছর শেষের দিকে আকাশ ছোঁয়া জ্বালানীর দামে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছিল। তখন দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু বাইশ সালে দাঁড়িয়ে নির্বাচন মিটতেই ফের দেশের জ্বালানীর দামে আগুন লেগেছে।  

আরও পড়ুন, স্বামী শ্রীঘরে, বাড়ি ভাড়া নিয়ে পরপুরুষের সঙ্গে লিভ ইনে নৃত্যশিল্পী, দিতে হল বড় মাশুল

তবে অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। এই যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়।এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরও পড়ে।যদিও দেশের  ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে অবধি তেলের দাম ভারতে বাড়েনি। তবুও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এবং সেটাই শেষ অবধি হয়েছে। জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব অবিজেপি রাজনৈতিক সংগঠন।

Share this article
click me!