ফের পেট্রোল-ডিজেলের দাম বেড়ে ১০৫-র গণ্ডী পার, আজ জ্বালানীর কী দাম কলকাতায়

পেট্রোল-ডিজেলের ফের দাম বাড়ল। প্রায় তিন মাস পেরিয়ে ফের দ্বিতীয়বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।  চলুন জেনে নেওয়া যাক কী দাবে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল।

 

পেট্রোল-ডিজেলের ফের দাম বাড়ল। প্রায় তিন মাস পেরিয়ে ফের দ্বিতীয়বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। নতুন মূল্য কার্যকর হয়েছে, ইতিমধ্যেই জানিয়েছে পেট্রোল ডিলার্স অ্যাসোশিয়েশন। বুধবার কলকাতায় পেট্রোলের দাম  বেড়ে প্রতি  লিটারের দাম দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩৮ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম  বেড়ে দাম গিয়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৪২ পয়সা। তবে শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বাকি জেলাগুলিতেও জ্বালানীর দামে আগুন। চলুন জেনে নেওয়া যাক কী দাবে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল।

শহর কলকাতায় এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৫১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৬ টাকা ৩৮ পয়সা। । ডিজেলের দাম ৯০ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯১ টাকা ৪২ পয়সা। রাজ্যে সর্বোচ্চ দামে জ্বালানী বিক্রি হচ্ছে আলিপুরদুয়ারে। ৮৩ পয়সা বেড়ে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি  ১০৭ টাকা ৫৯ পয়সা। ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে ৯২ টাকা ৫৭ পয়সা। উত্তর দিনাজপুর এবং বাঁকুড়ায় ৬২ পয়সা এবং ৫২ পয়সা বেড়েছে। উত্তর দিনাজপুরে পেট্রোলের দাম হয়েছে   ১০৬ টাকা ৫৭ পয়সা এবং বাঁকুড়ায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬ টাকা ৩৯ পয়সা। কোচবিহারে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ১০৭ টাকা ৪৩ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২ টাকা ৪৩ পয়সা।

Latest Videos

আরও পড়ুন, মায়ানমারের দিকে ঘুরে গিয়েছে অশনি, শুধুই উত্তরবঙ্গে বৃষ্টি, পারদ লাফিয়ে বাড়ার আশঙ্কা

২৭ দিন পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ।  ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল। এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর। এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে। গত ৭ মার্চ যেখানে  অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল। তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে।

আরও পড়ুন, 'রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব,' শাহ-র সাক্ষাতের পরেই দাবি সুকান্তের

আরও পড়ুন, 'উনি বিজেপি নেতার ভূমিকা নিয়েছেন', রামপুরহাটকাণ্ডে রাজ্যপালকে তোপ কুণালের, কড়া বার্তা পার্থর

উল্লেখ্য, রাশিয়া প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম রপ্তানিকারক। এবং অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক।   রাশিয়া থেকে সস্তায় বিপুল পরিমাণে তেল কেনে ভারত। তবে দেশের খুচরো বাজারে শেষ অবধি পেট্রোল-ডিজেলের দাম কমার আশা আর পূরণ হল না। বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। অবশেষে সেই পথেই হাঁটল ভারত।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia