কলকাতায় জ্বালানীর দামে আগুন, শহরে পেট্রোলের দাম পেরোলো ৯৮ টাকা

  • শহর কলকাতায় জ্বালানীর দামে ফের আগুন
  •  কলকাতায় পেট্রোলের দাম ৯৮ টাকা পার করল  
  • দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত  তেল সংস্থাগুলি 
  • একাধিক জায়গায় ডিজেলের দামও ১০০ পেরিয়েছে  

Ritam Talukder | Published : Jun 27, 2021 4:11 AM IST / Updated: Jun 29 2021, 10:26 AM IST


রবিবার কলকাতায় জ্বালানীর দামে আবারও আগুন।  প্রতিবাদেও কাজ হল না, ফের  মূল্যবৃদ্ধি প্রেট্রোল-ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম ৯৮ টাকা পার করল। উল্লেখ্য, দেশের পাঁচ রাজ্যে একুশের নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের  মূল্যবৃদ্ধি হয়। তবে, সেই সময় দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। এরপর ২ মে বিধানসভা  ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই দাম সংশোধিত হতে শুরু করেছে।  কার্যত লকডাউনের মাঝে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর। 

আরও পড়ুন, রাজ্য়ে কোভিডে একদিনে মৃত্যু কমে ৩২, ভরা বর্ষায় ডেঙ্গি-ম্যালেরিয়ায় আক্রান্ত একাধিক 

 

 

 দেশের একাধিক শহরে আগেই পেট্রোল-ডিজেলের দাম একশো পার করে গিয়েছে। পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত  তেল সংস্থাগুলি। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ৯৮ টাকা পার করল। ইন্ডিয়ান অয়েলের এক পাম্পে বিক্রি হচ্ছে ৯৮.৩০ টাকায়। যেটা শনিবারের চেয়ে ৩৩ পয়সা বেশি হয়েছে। এদিকে ২৫ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯১.৭৫ টাকা। শনিবারও পরিবহণ জ্বালানির দর যথাক্রমে ৩৪ পয়সা এবং ৩৫ পয়সা বেড়েছিল। উল্লেখ্য, শনিবার তামিনাড়ুর বিভিন্ন জায়গায় ১০০ টাকার গণ্ডিতে ঢুকে পড়েছে পেট্রেল। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বই, হায়দরাবাদ এবং ব্যাঙ্গালুরুতে ইতিমধ্যেই তা সেঞ্চুরি হাঁকিয়েছে। রাজস্থান এবং ওড়িশার একাধিক জায়গায় ডিজেলের দামও একশো পেরিয়েছে। 

 

 

আরও পড়ুন, ১-২ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই জেলাগুলিতে, পারদ চড়ে অস্বস্তি বাড়ল কলকাতায় 

বিরোধীরা অভিযোগ তুলেছেন, 'কোভিড পরিস্থিতিতে মানুষের সমস্যার কথা না ভেবে উৎপাদন শুল্ক, সেস এং সারচার্জ থেকে রাজস্ব বাড়াচ্ছে কেন্দ্র। ' প্রসঙ্গত, সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যে প্রতিবাদে নেমেছে বাম-কংগ্রেস। সম্প্রতি খড়গপুরে পুলিশ ফাঁড়ির বাইরেপেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে একটি বাইকে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায় বামপন্থী কর্মী সমর্থকেরা। পাশাপাশি,   পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে  উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস।'পেট্রো পণ্যের মূল্য হ্রাস ঘটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার।  'রাজ্য সরকারের উচিত অবিলম্বে পেট্রোল ডিজেলের উপর সেচ নেওয়া বন্ধ করা' বলে দাবি জানিয়েছে কংগ্রেস।

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!