'মা দুর্গার শক্তি এবং বাংলার মানুষের ভক্তি দেখে আমার মনে হচ্ছে যে আমি বাংলার পুণ্য ভূমিতেই যেন আছি।' মহাষষ্ঠীতে সল্টলেকের পুজোর উদ্ধোধনে ঝরেঝরে বাংলায় স্বচ্ছ ধারণা দিলেন বাংলার মানুষকে মোদী। এখানেই শেষ নয় ভারতে ঘটে চলা একের পর এক নারী বিদ্বেষী ঘটনার বিরুদ্ধে পরোক্ষভাবে তিনি বলেন,'বাংলায় মা দুর্গাকে ঘরে ঘরে কন্যারূপে পুজো করা হয়।'
আরও পড়ুন, মহাষষ্ঠীতে EZCC গান গাইলেন বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রীর গানের মুগ্ধ শ্রোতা মোদী
সল্টলেকের ইজেডসিসি-তে পুজোর উদ্ধোধনের পর ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,' মা দুর্গার শক্তি এবং বাংলার মানুষের ভক্তি দেখে আমার মনে হচ্ছে যে আমি বাংলার পুণ্য ভূমিতেই যেন আছি। মা দুর্গার পর্ব সারাদেশের এক একতার ও পূর্ণতার পর্ব। বাংলার মানুষ বরাবরই বুদ্ধিজীবী এবং দেশকে গর্বিত করে তুলেছে এবং আমার দৃঢ় বিশ্বাস আছে যে তারা ভারতকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলায় মা দুর্গাকে ঘরে ঘরে কন্যারূপে পুজো করা হয়। সেই জন্য সব কন্যাকেই দুর্গার মত সম্মান প্রদান করা দরকার। দুর্গাপূজার উত্সব ভারতের একতা ও পূর্ণতার উৎসব। বাংলার দুর্গাপূজা ভারতের এই পূর্ণতাকে এক নতুন চমক প্রদান করে। এটি বাংলার জাগ্রত চেতনা, বাংলার আধ্যাত্মিকতা, বাংলার ঐতিহাসিকতার প্রভাব।
আরও পড়ুন, সল্টলেকের EZCC-তে পুজোর উদ্বোধন করলেন মোদী, মহাষষ্ঠীতে শঙ্খ-উলু ধ্বনিতে মেতে উঠল মহানগর
মোদী আরও বলেন, মা দুর্গার মত সকল মা চায় যে, 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'। আর এটা তখনই সম্ভব যখন সকল চাষী বন্ধুরা আত্মনির্ভর হবে। মা দূর্গা সকলের মধ্যেই লক্ষী রূপে বিরাজ করেন। তাই সকলের জন্য নিঃস্বার্থভাবে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে কাজ করতে হবে। মায়ের দেওয়া মাথায় কাপড় তুলে নেরে ভাই- স্বাধীনতা আন্দলনে বিপ্লবীদের একত্রিত করেছিল। আমাদেরও হয়ে একত্রিত থাকতে হবে। মা দুর্গা আর মা কালীর কাছে প্রার্থনা করি যেন আমরা প্রতি বছর এই ভাবে মায়ের পূজা আর সেবা করে যেতে পারি।'