মাটিয়া, হাঁসিখালি, শান্তিনিকেতনের পর এবার প্রভাব খাস কলকাতায়। নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে মাঝবয়সী এক প্রতিবেশির বিরুদ্ধে। নির্যাতিতা জানিয়েছে, ওই ব্যক্তি রোজ তাঁর যৌনাঙ্গ স্পর্শ করত। জামার ভিতর হাত ঢুকিয়ে শরীরে হাত বোলাত।
মাটিয়া, হাঁসিখালি, শান্তিনিকেতনের পর এবার প্রভাব খাস কলকাতায়। কলকাতার এক ৮ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। টানা দুই সপ্তাহ এই যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাঝবয়সী এক প্রতিবেশির বিরুদ্ধে। নানা প্রলোভন দেখিয়ে ওই নাবালিকার শরীরে হাত বোলাতো বলে অভিযোগ। আর কথা বাড়ালেই চলত শারীরিক অত্যাচার। এমনকি ওই নাবালিকাকে বাড়িতে ডেকে গোপনাঙ্গ স্পর্শ করে ওই প্রতিবেশি বলে অভিযোগ উঠেছে। এরপরেই শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই ওই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে।
'ওই ব্যক্তি রোজ তাঁর যৌনাঙ্গ স্পর্শ করত, জামার ভিতর হাত ঢুকিয়ে শরীরে হাত বোলাতো'
স্থানীয় সূত্রে খবর, একবালপুর এলাকায় ৮ বছরের শিশু কন্যাকে দু সপ্তাহ ধরে টানা যৌন নির্যাতন করা হয়েছে । অভিযোগ উঠেছে এলাকার প্রতিবেশির বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পরিবারের তরফে ওই ব্যাক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশি ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার মা নেহা জাহান তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন গত ১৫ দিন ধরে এই যৌন নির্যাতন চলছিল। প্রথমে বিষয়টি তিনি বুঝতে পারেননি। পরে অস্বাভাবিক লাগলে মেয়েকে জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শিশুটি তার মাকে জানায়, ওই ব্যক্তি রোজ তাঁর যৌনাঙ্গ স্পর্শ করত। জামার ভিতর হাত ঢুকিয়ে শরীরে হাত বোলাত। আর এনিয়ে যেনও কোনওভাবেই মুখ না খোলে, তা নিয়ে ভয়ও দেখিয়েছিল ওই ব্যক্তি।
আরও পড়ুন, 'আমাকে বলেছিল, ধর ওকে রেপ করব', হাঁসখালিকাণ্ডে সিবিআই-র কাছে এল ভয়াবহ তথ্য
নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য এসএসকেম-এ পাঠানো হয়েছে
পুলিশ সূত্রে খবর, শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতিবেশি প্রোমোদ পাসোয়ান এই কাজ করেছে বলে অভিযোগ। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবং ওই নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য এসএসকেম-এ পাঠানো হয়েছে। পকসো আইন মামলা দায়ের করা হয়েছে। একবালপুরের ভূকৈলাশ রোডে তার বাড়ি। প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্য পুলিশে ভরসা হারিয়ে একাধিক নৃশংস অপরাধের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একুশের ভোট পরবর্তী হিংসার পর ঝালদার কংগ্রেস কাউন্সিলর হত্যা, রামপুরহাটের তৃণমূল উপপ্রধান হত্যা, বগটুই গণহত্যা, মাটিয়া ধর্ষণ কাণ্ড এবং এই মুহূর্তে হাঁসখালি গণধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে একের পর এক হিংসার ঘটনায়, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি-সহ অন্যান্য শাসকবিরোধী দল এবং রাজ্যপাল।
আরও পড়ুন, Live By-Elections Results- বালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই বাবুল-সায়রার, আসানসোলে এগিয়ে কে