মৃত BJP প্রার্থীর দেহ নিয়ে বিক্ষোভের জের, সুকান্ত-প্রিয়াঙ্কা-অর্জুনদের বিরুদ্ধে মামলা দায়ের

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মৃত বিজেপি প্রার্থীর দেহ নিয়ে বিক্ষোভের জের।   সুকান্ত মজুমদার, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল,  অর্জুন সিং সহ আরও একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৫, ১৪৭,২৮৩, ৩৫৩ ধারায় মামলা রুজু করেছে  কালীঘাট থানার পুলিশ।
 

Asianet News Bangla | Published : Sep 24, 2021 6:27 AM IST / Updated: Sep 24 2021, 12:50 PM IST


মুখ্যমন্ত্রীর বাড়ির (CM Mamata Banerjee) সামনে মৃত বিজেপি প্রার্থীর দেহ নিয়ে বিক্ষোভের জের। নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder), ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal), অর্জুন সিং (Arjun Singh) সহ আরও একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ (Kalighat Police Station)। 

আরও পড়ুন, মৃত নেতার দেহ নিয়ে মিছিল , মমতার বাড়ি সামনে পুলিশ- BJP সংঘর্ষে ধুন্ধুমার কালীঘাট
প্রসঙ্গত,বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মগরাহাটের   বিজেপি প্রার্থী মানস সাহার (BJP Candidate Manas Saha) মৃতদেহ (Dead Body) নিয়ে বিজেপির  মিছিল শুরু হতেই ভয়াবহ পরিস্থিতি শুরু হয়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের বিশালবাহিনী। পৌছে যান আইপিএস আকাশ মেঘারিয়াও। দ্রুত গিয়ে বিজেপি নেতাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার , অর্জুন সিংহ, ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বিজেপির অভিযোগ, পুলিশ মৃতদেহের দখল নেওয়ার চেষ্টা করছিল, তাই এই অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার এই মানস সাহার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তার শেষ কৃত্য ছিল। তার দেহ প্রথমে কলকাতার বিজেপির অফিসে নিয়ে আসা হয়। সেখান থেকে বিজেপি নেতারা তাঁর দেহ নিয়ে মিছিলের পরিকল্পনা করেন। এদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মগরাহাটের মৃত বিজেপি প্রার্থী মানস সাহার দেহ নিয়ে বিজেপির বিক্ষোভের জেরে বিজেপি নেতাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ।  সুকান্ত মজুমদার, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল,  অর্জুন সিং সহ আরও একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৪৫, ১৪৭,২৮৩, ৩৫৩ ধারায় মামলা রুজু করেছে  কালীঘাট থানার পুলিশ।

"

 আরও পড়ুন, Post poll violence: মগরাহাট BJP প্রার্থীর মৃত্যুতে তদন্তে নামল CBI
এই ঘটনার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,'  মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের বাধা দেয়। ডিসি সাউথ আকাশ মাঘারিয়া (DC South) প্রথমেই মিডিয়ার উপর হামলা চালায়। তাদের সরিয়ে দেওয়ার পর প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ও আমাদের ৩ সাংসদের উপর হামলা হয়। যেহেতু সাংসদের উপর হামলা আমরা স্পিকারের কাছে অভিযোগ জানাব। তবে এখনও আমরা নিজেরাই কোনও আলোচনা করিনি। জ্যোতির্ময় সিং মাহাতর নিরাপত্তারক্ষীর গলা চিপে ধরেছিলেন। নিরপেক্ষ সরকার হলে ওর বিরুদ্ধে মামলা করা উচিত। এবং কোনও মহিলা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে  মহিলা পুলিশ নেই। আমাদের প্রার্থীকে টানা হিচড়া করে পুরুষ পুলিশ৷ আমাদের কোনও পরিকল্পনা ছিল না। পুলিশ গাড়ি থামাতে আমরা নামি। বডি হাইজ্যাক করার চেষ্টা করছিল', বলে অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন, Karaya Explosion: কড়েয়া বিস্ফোরণ কাণ্ডে NIA তদন্তের দাবি জানালেন তথাগত
সুকান্ত মজুমদার আরও বলেছেন, 'এর আগে নিজে মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন দেহ নিয়ে রাজনীতি করেছে৷ তাই আমরাও করব ভাবছে। আমরা একটু প্রশ্ন করতে গেছিলাম। উনি শুনলাম, কোথায় ভোট পরবর্তী হিংসা জানে না। তাই দেখাতাম। কর্মীরা রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীর বাড়ি দেহ নিয়ে গেছে বলে উদ্দীপ্ত হওয়ার কিছু নেই। তারা এমনিই উদ্দীপ্ত। আগে তো সব কর্মীই শুনতাম আত্মহত্যা (Suicide) করেছে, তৃণমূল বলত। এটা এখনও বলেনি। আগামীতেই এটাই করা হবে। চোখে চোখ রেখে কড়া জবাব দেব। মুখ্যমন্ত্রী বলেন, খেলা হবে। আমরা গোলও দেব।' অপরদিকে, তিন বিজেপি সাংসদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তুলে ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

 

Share this article
click me!