করোনার কোপ এবার পিএসসি পরীক্ষাতেও। করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা৷ শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে পিএসসি কর্তৃপক্ষের তরফে৷
আরও পড়ুন, আরও ১ করোনা আক্রান্ত কলকাতায়, ভয়ে কাঁপছে মহানগর
সূত্রের খবর, আগামী ২১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পিএসসি-র লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে আতঙ্ক বাড়ায় আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই পরীক্ষা বাতিল করা হল। উল্লেখ্য়, ইতিমধ্য়েই আইসিএসই, সিবিএসই পরীক্ষা বাতিল করা হয়েছে। শুধু উচ্চমাধ্য়মিকই চালু রয়েছে, তবে সেই ক্ষেত্রে রীতিমত সতর্কতা মেনে চলা হচ্ছে। অপরদিকে সরকারি দফতরে কর্মীদের উপস্থিতিও নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ যে কোনওভাবে এক জায়গায় বেশি মানুষের ভিড় করা যতটা সম্ভব কমিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জোর দেওয়া হচ্ছে৷ সেই কারণেই পিছিয়ে দেওয়া হল পিএসসি-র পরীক্ষাও৷
অপরদিকে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, শিক্ষা দফতরে চাকরির জন্য় যাদের ভেরিফিকেশন চলছিল, তাদের শিক্ষা দফতরে আসতে হবে না। অনলাইনেই ওই যাবতীয় কার্যকলাপ জারি থাকবে। তবে নতুন করে পিএসসি পরীক্ষা কবে নেওয়া হবে তা জানায়নি পিএসসি কর্তৃপক্ষ।
আরও পড়ুন, করোনা টুঁটি টিপে ধরার আগেই মমতার পদক্ষেপ, রাতারাতি বাড়ছে আইসোলেশন বেডের সংখ্যা