রাজ্য়ে রেশন মিলবে এবার দিন ও রাতে, দোকান খোলার সময়সীমা বাড়াল সরকার

Published : Apr 23, 2020, 06:13 PM ISTUpdated : Apr 23, 2020, 06:14 PM IST
রাজ্য়ে রেশন মিলবে এবার দিন ও রাতে,   দোকান খোলার সময়সীমা বাড়াল সরকার

সংক্ষিপ্ত

রেশন দোকান খোলার সময়সীমা বাড়াল রাজ্য সরকার   ভিড় এড়াতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে   ২৪ এপ্রিল থেকে এই নির্দেশিকা জারি থাকবে ৩১মে পর্যন্ত   ২৫ মে ইদ উল ফিতর উপলক্ষে রেশন দোকান সব বন্ধ থাকবে   

রেশনের সময়সীমা বাড়াল রাজ্য় সরকার। করোনা রুখতে ভীড় নিয়ন্ত্রণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এই বিশেষ সুযোগ শুধু নির্দিষ্ট তারিখ অবধিই থাকবে।  ২৪ এপ্রিল থেকে ৩১মে পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

আরও পড়ুন, ৬০ কিমি গতিবেগে ধেয়ে আসছে কালবৈশাখী, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্য়ে
 
রেশন দোকান খোলার সময় এবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত৷ দুপুরে ফের খুলে যাবে ২টোর সময়৷ দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেশন দোকান৷  খাদ্য দফতর নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২৫ মে ইদ-উল-ফিতর উপলক্ষে  সব রেশন দোকানবন্ধ থাকবে৷ পাশাপাশি রেশনে যাঁরা আগে দু-টাকা কেজি দরে চাল পেতেন, আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা মাসে মাথা পিছু ৫ কেজি করে চাল পাবেন।

 আরও পড়ুন, দূষণের মাত্রা কমতেই ম্য়াজিক, কলকাতার গঙ্গা বক্ষে ফিরে খুশির লাফ ডলফিনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'সরকারি রেশনে মাসে ৫ কিলো করে চাল দেওয়া হবে বলা হয়েছে, আমরা ৫ কিলো করেই দেব। তবে প্যাকেটে রেশন দেওয়া হবে না। কারণ প্যাকেট করলে অনেকে কম দেওয়ার অভিযোগ তুলতে পারেন।' 

আরও পড়ুন, করোনা সচেতনতায় মৌলালি ও বেহালায় মুখ্যমন্ত্রী, লকডাউন সফলে এলাকাবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি

 

  মেডিক্যালের ছোঁওয়া মানিকতলায়, করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় দমকল কেন্দ্রের ৩২ কর্মী কোয়রান্টিনে

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া, মেডিক্য়ালে চিকিৎসক ও সংক্রামিত রোগী থেকে কোয়ারেন্টিনে অন্তত আরও ৪৫

সঙ্ঘাত শেষেও ঘরবন্দি, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের

PREV
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী! চোখের জলে মোদীর কাছে সাহায্য চাইলেন পাকিস্তানি যুবতী