সংক্ষিপ্ত

  •  করোনা সচেতনতায় ফের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
  • বৃহস্পতিবার বিকেলে বেহালা মৌলালিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী 
  • সংক্রমণ রুখতে বিধি মেনে চলতে আবেদন জানান মমতা 
  •  লকডাউন সফল করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি  
     


 করোনা সচেতনতায় ফের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন পরিস্থিতিতে কেটে গেল প্রায় এক মাস। মুখ্যমন্ত্রী অনেকদিন আগে থেকেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় সশরীরে গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত এবং সচেতন করছেন। 

আরও পড়ুন, ৬০ কিমি গতিবেগে ধেয়ে আসছে কালবৈশাখী, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্য়ে

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার সময় বেহালা চৌরাস্তায় এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে দু-চার কথা বলেন। মানুষকে আশ্বস্ত করেন এবং আতঙ্কিত হতে বারণ করেন সতর্ক থাকতে বলেন। তারপর বৃহস্পতিবার বিকেলে মৌলালিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। গাড়ি থেকেই করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এলাকাবাসীদের সচেতন করেন মমতা বন্দ্যোকপাধ্যায়। সংক্রমণ রুখতে লকডাউনের সব শর্ত মেনে চলতে আবেদন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি লকডাউন সফলভাবে পালন করার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

 আরও পড়ুন, দূষণের মাত্রা কমতেই ম্য়াজিক, কলকাতার গঙ্গা বক্ষে ফিরে খুশির লাফ ডলফিনের


সম্প্রতি কলকাতার একাধিক এলাকায় লকডাউন পরিস্থিতি দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুর চত্বরে গিয়েছেন তিনি। করোনার সংক্রমণ রুখতে এলাকাবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে লকডাউনের জেরে কেউ সমস্যায় পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও আবেদন জানিয়েছেন তিনি।

 

  মেডিক্যালের ছোঁওয়া মানিকতলায়, করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় দমকল কেন্দ্রের ৩২ কর্মী কোয়রান্টিনে

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া, মেডিক্য়ালে চিকিৎসক ও সংক্রামিত রোগী থেকে কোয়ারেন্টিনে অন্তত আরও ৪৫

 

সঙ্ঘাত শেষেও ঘরবন্দি, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের