দুর্গাপুজো পদযাত্রায় বন্ধ রেড রোড, কখন খোলা কোন রাস্তা-রইল বিস্তারিত তথ্য

Published : Sep 01, 2022, 11:05 AM ISTUpdated : Sep 01, 2022, 11:09 AM IST
দুর্গাপুজো পদযাত্রায় বন্ধ রেড রোড, কখন খোলা কোন রাস্তা-রইল বিস্তারিত তথ্য

সংক্ষিপ্ত

দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে।

শহরে মহামিছিল। ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় নাম উঠেছে কলকাতার দুর্গাপুজোর। বৃহস্পতিবার তাই ধন্যবাদ জ্ঞাপন করে সারা রাজ্য জুড়ে করা হবে মহামিছিল। মূল পদযাত্রা হবে কলকাতায়। এই পদযাত্রা উপলক্ষ্যে বন্ধ থাকবে রেড রোড। ২৪ ঘন্টা রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে গন্তব্যে পৌঁছবেন কোন রাস্তা দিয়ে। মিছিল যাবেই বা কোন কোন রাস্তা দিয়ে। আগে ভাগে জেনে রাখুন সেই রাস্তার হাল হদিশ। 

মিছিল যাবে এই রুট ধরে 

১. শোভাযাত্রা শুরু হবে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে।

২. দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে।

কোন কোন রাস্তা দিয়ে চলবে যানবাহন

১. পদযাত্রা ঘিরে তত্পর কলকাতা পুলিশ। এর জন্য আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে উত্তর কলকাতায় যেতে ধরতে হবে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে কোনও পার্কিং থাকবে না।

২. সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কলকাতার দিকে বাস চলবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এ পি সি রোড ও এ জে সি বসু রোড দিয়ে। 

৩. উত্তরমুখী অর্থাৎ শ্যামবাজারের দিকে বাস চলবে কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট ও লেনিন সরণী-মৌলালি-এ পি সি রোড হয়ে

৩.  দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। শিয়ালদাগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। 

৪. সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত কলকাতার দিকে ছোট গাড়ি যাবে শ্যামবাজার পাঁচমাথার মোড়-এ পি সি রোড-এ জে সি বসু রোড-এবং বিধান সরণি-বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট ধরে

৫. বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত ছোট গাড়ি যাবে কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড-বেন্টিঙ্ক স্ট্রিট-রবীন্দ্র সরণি-লেনিন সরণি-এ পি সি রোড হয়ে

বন্ধ থাকবে এই রাস্তা গুলো

১. শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে ভূপেন বসু অ্যাভিনিউ বন্ধ থাকবে সকাল ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত

২. বিধান সরণি থেকে বিডন স্ট্রিট হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে আসার রাস্তা বন্ধ থাকবে সকাল ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত

৩. গণেশ টকিজ থেকে গিরিশ পার্ক মোড় পর্যন্ত বিবেকানন্দ রোড সকাল ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে

৪. কলেজ স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থল থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত অংশ সকাল ১০টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে

৫. বৌবাজার মোড় থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পর্যন্ত অংশ বন্ধ থাকবে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত। 

৬. রেড রোডের দক্ষিণমুখী অংশ সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বন্ধ থাকবে। 

৭. রেড রোডের উত্তরমুখী অংশ বেলা ১১টা থেকে সন্ধে ছটা পর্যন্ত বন্ধ থাকবে

৮. এস এন ব্যানার্জি রোড বন্ধ থাকবে দুপুর ২টো থেকে তিনটে পর্যন্ত। 

আরও পড়ুন - মহামিছিলের আগে সাজো সাজো রব তিলোত্তমায়, বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা

আরও পড়ুন - 'পার্থ-অনুব্রত দলের পচে যাওয়া অংশ', জহর সরকারের মন্তব্যে অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরে 

আরও পড়ুন -  "ভয় পাবেন না", পেপারওয়েট বিতর্কে কড়া জবাব আইনজীবী অরুনাভ ঘোষের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে