করোনা মোকাবিলায় এবার শবেবরাতে বিধিনিষেধ। জমায়েত এড়াতে আজ ও কাল কলকাতার কবরস্থানগুলিতে অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পৌরসভা। শুধুমাত্র সমাধিস্থ করায় মিলছে ছাড়পত্র দেওয়া হয়েছে কলকাতা পৌরসভার তরফে।
আরও পড়ুন, কোন ওষুধে কুপোকাত করোনা, কত ডোজ দিচ্ছেন রাজ্য়ের ডাক্তাররা
বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে শবেবরাত। মুসলিম সম্প্রদায়ের এই উত্সব বরাত রাত নামেও পরিচিত। এই রাতটি মুসলিমদের কাছে সৌভাগ্য ও ক্ষমা করার রাত হিসেবে প্রচলিত।ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস শাবনের চতুর্দশ ও পঞ্চদশ রাতে পালিত হয় শব-এ-বরাত। ৮ এপ্রিল সন্ধে থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে এই 'শব-এ-বরাত'। এই উত্সবের নামের দুটি শব্দ 'শব' অর্থ রাত এবং 'বরাত' অর্থ সারল্য। মনে করা হয় এই রাতে তাঁর ভক্তদের সৌভাগ্য গড়তে আল্লাহ নিজেই পৃথিবীর বুকে নেমে আসেন ।
শবেবরাতে মুসলিমরা কবরস্থানে গিয়ে মৃত মানুষদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালান। শিয়া মুসলিমদের দ্বাদশ ইমাম মহম্মদ আল-মাহদির জন্মবার্ষিকীতে এই উত্সব পালিত হয়। কিন্তু এবছর সেখানে অন্য়তম বাধা হয়ে দাড়াল করোনাভাইরাস।
এনআরএস-র আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ
করোনার রোগী সন্দেহে বৃদ্ধকে বেধড়ক মার, স্যালাইনের চ্যানেল করা হাতে দড়ি পড়ালো মানিকতলাবাসী
করোনায় আক্রান্ত এবার কলকাতার ২ ফুটপাথবাসী, হোম কোয়ারেন্টাইনে উদ্ধারকারীরা