Durga Puja 2021: আজ খুঁটিপুজো দিয়ে দুর্গোৎসবের শুভারম্ভের পথে সন্তোষ মিত্র স্কোয়ার


সোমবার   খুঁটিপুজো দিয়ে এবছরের দুর্গোৎসবের শুভারম্ভ করেছে সন্তোষ মিত্র স্কোয়ার। ইতিমধ্যেই বেহালা, বাদামতলা, ভবানীপুর সার্বজনীন সহ শহরের একাধিক জায়গায়  খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার   খুঁটিপুজো দিয়ে এবছরের দুর্গোৎসবের শুভারম্ভ করেছে সন্তোষ মিত্র স্কোয়ার। ইতিমধ্যেই বেহালা, বাদামতলা, ভবানীপুর সার্বজনীন সহ শহরের একাধিক জায়গায়  খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে। এখন আকাশে বাতাসে শুধুই পুজোর আমেজ। তাই অধীর অপেক্ষায়, উমা মাকে দেখবে বলে সবাই।

Latest Videos

আরও পড়ুন, আজও শহরে প্রেম নামে, অজান্তেই ছুঁয়ে যায় বুদ্ধদেব-র 'ঋজু'-'নয়না'রা
বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন, পুজো আসছে মানে সত্যিই এই পরিস্থিতিতে একটা সমস্যা। তবে সেই সমস্যকে কাটিয়ে উঠে পুজোয় যোগ দেব আমরা সবাই। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন,'আমাদের এবার ৮৬ তম বর্ষের উপস্থাপনা। রাজস্থানের জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দির, যা বিড়লা মন্দির নামে অধিক পরিচিত। তারই আধলে তৈরী হচ্ছে।' সন্তোষ মিত্র  দুর্গোৎসবের মন্ডপসজ্জায় এবার দায়িত্বে মা মঙ্গলা ডেকোরেটর। প্রতিমা শিল্পী হলেন শ্রী মিন্টু পাল। দুর্গা পুজোর আলোক সজ্জায় দায়িত্ব রয়েছে দেবাশীষ ইলেকট্রিক। অপরিদিকে, তিনি আরও জানিয়েছেন, 'চলতি বছরের দুর্গা পুজোয়  বাজেট কমবে এ কথা ঠিক। তবুও আমরা কলকাতার মধ্যে দর্শক টানার নিরিখে চিরকাল এক নম্বরে ছিলাম। ভবিষ্যতেও থাকবো মা দুর্গার আশীর্বাদে এক নম্বরে থাকব। তবে সবকিছুই নির্ভর করবে না। পরিস্থিতির ওপরে মানুষের বিপদ হবে এমন কোনও কাজ পুজো কমিটি অতীতেও করেনি। আগামীদিনেও পারবে না। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রেসিডেন্ট পদে গুরু দায়িত্ব সামলাচ্ছেন প্রদীপ ঘোষ।

আরও পড়ুন, 'বাংলাদেশ সহ অসমের উগ্রবাদীরা আশ্রয় নিচ্ছে রাজ্যে', 'সন্ত্রাসের আঁতুড়ঘর' বলে তোপ দিলীপের

প্রসঙ্গত, খুঁটি পুজো মানেই উমা মাকে দেখার অধীর অপেক্ষায় বাঙালি। চিনি সিরায় ডুববে জিলেপি-গজা। নতুন পাঞ্জাবিতে চলকিয়ে পড়বে। প্রেমিকার রুমার তা মোছার জন্য উঠে আসলে অবশ্য়ই পোয়া বারো। তবে এখনও রাজ্য সরকার তো বটেই, সাধারণ মানুষেরও মনে মাঝে মেঘ করে আছে কোভিডের দ্বিতীয় তৃতীয় ঢেউ নিয়ে। সেপ্টেম্বরেই তৃতীয় ঢেউ ঢোকার কথা বলে সম্প্রতি নিজেও বলেছেন মুখ্যমন্ত্রী।   যদিও এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই বাদামতলা, বেহালা, ভবানীপুর সার্বজনীন সহ শহরের একাধিক জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে  ফোরাম ফর দুর্গা উৎসব কোভিড বিধি মেনে একটা খসরা বানিয়ে ছিল, যে কজন প্যান্ডেলে একসঙ্গে ঢুকতে পারবেন। কতটা সামাজিক দূরত্ব মেনে চলা হবে। স্যানিটাইজার, পিপিই কিট পরতে হবে স্বেচ্ছাসেবকদের, এছা়ড়াও নানা সতর্কতা নিয়ে সেই খসরা বেরিয়েছিল। কিন্তু ততদিনে মামলা হাইকোর্টে উঠেছে। যার দরুন পরে সব কিছুতেই অদল বদল ঘটে। তবে এবার ২০২১র দুর্গা পুজোয় কী অপেক্ষা করছে, তা শুধু সময়ই বলবে।

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury