চোর সন্দেহে ১৬ বছরের ছেলেকে খুন ট্য়াংরায়, অসামাজিক কাজের প্রতিবাদেই কি হত্যা, ধৃত ৬

Published : Aug 14, 2021, 11:21 AM ISTUpdated : Aug 14, 2021, 01:32 PM IST
চোর সন্দেহে ১৬ বছরের ছেলেকে খুন ট্য়াংরায়, অসামাজিক কাজের প্রতিবাদেই কি হত্যা, ধৃত ৬

সংক্ষিপ্ত

চোর সন্দেহে কিশোরকে খুন ট্য়াংরায়। এনআরএস হাসপতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।   


চোর সন্দেহে কিশোরকে খুন ট্য়াংরায়।  চোর সন্দেহে মাত্র ১৬ বছরের ছেলেকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ট্য়াংরার দেবেন্দ্র রোড এলকায়। কিশোরের শরীরে মিলেছে ধারালো অস্ত্রের আঘাত। এনআরএস হাসপতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

আরও পড়ুন, 'দরজা ভাঙার দৃশ্য অবাঞ্ছিত-উনি কি ক্রিমিনাল', সজল ঘোষের গ্রেফতারিতে সরব দিলীপ-শুভেন্দু-কুণাল

পুলিশি সূত্রে খবর, মৃত ওই বছর ষোলোর কিশোরের নাম মহম্মদ সোনু। সূত্রের খবর, প্রথমে রড দিয়ে পেটানো হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। জানা গিয়েছে, রাত ১ টায় বাড়ি থেকে বেরিয়েছিল সোনু। পরিবারের দাবি, মদ্যপানের প্রতিবাদ করাতেই খুন করা  হয়েছে সোনুকে। তবে কী কারণে কার্ফু চলাকালীন বাড়ি থেকে বেরিয়েছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা চলছে। 

"

আরও পড়ুন, ফের শহরে BJP কর্মীদের উপর হামলা, বেধড়ক মারধর-দোকান ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

অপরদিকে,  ওই কিশোর শিয়ালদহ মার্কেটে সবজির ব্যবসা করত। সে কারণেই রাত একটায় বাড়ি থেকে বের হত বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে কীভাবে এই মৃত্য়ু ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ। তবুও এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করাতেই কি জীবন হারাতে হল ওই ক্ষুদের, প্রশ্ন রয়েই গেল।

    আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?