'সারা জীবনের সেরা পুরষ্কার', পুজোতে পরিযায়ীদের 'ভগবান' সোনু সুদ আসতে পারে কলকাতায়

 

  • সোনুকে সম্মান জানিয়ে তাঁর মূর্তি বানিয়েছেন স্বপন চক্রবর্তী 
  • সেই খবর পৌছে গিয়েছে খোদ সোনু সুদের কাছেও 
  •  'এটা আমার সারা জীবনের সেরা পুরষ্কার' বলেন সোনু 
  •  তবে সোনুর ফোন পেয়ে আনন্দে আত্মহারা কর্মকর্তারা 

সলমান তাঁকে সেলুলয়েডে ট্রাক্টরের ধোয়া মুখে ঢুকিয়ে মায়ের মৃত্যুর শাস্তি দেয়। দর্শকরা খুশি হয়ে পপকর্ণ খায়, যে উচিত শিক্ষা হয়েচে। অথচ   'দাবাং' এর ,সেই খলনায়ক সোনু সুদই আজ বাস্তবের নায়ক। আটকে পড়া পরিযায়ী হোক কিংবা চাকরি হারানো অসহায় কেউ, একবার তাঁকে স্মরণ করলেই হল। সাহায্য নিয়ে হাজির।  যদিও নিন্দুকেরা বলেন সেই কাজ আবার নিজেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের ঢাক পিটিয়েছেন। তবে এসব গায়ে মাখে না কলকাতা। সোনু সুদকে প্রাণের দেবতায় স্থানে রেখে তাঁর মূর্তি বানিয়েছেন পুজোর মাঝেই, কেষ্ট পুর প্রফুল্লকাননের থিম মেকার স্বপন চক্রবর্তী।

আরও পড়ুন, ভাই-এর বিয়ের সেলিবেশ্রন চৌপাট, কঙ্গনা-রঙ্গোলিকে বান্দ্রা থানায় তলব

Latest Videos

 

 

এবার তিনি শীর্ষে মানবতায়

সোনু সুদ যোধা আকবর থেকে হালের 'দাবাং'  বলিউডের খতরনাক খলনায়ক। এসি মাল্টিপেক্সের সিনেমা হলে বসে, তাঁর অভিনয় দেখে অনেকেই রীতিমত ক্ষেপে যান। যেন সামনে পেলে কী না জানি করবেন। সুতরায় অভিনয়ে তিনি দক্ষতা অর্জন তো করেইছেন। এবার তিনি শীর্ষে মানবতায়। এখনও অবধি তিনি অসংখ্য পরিযায়ী মানুষকে খাবার খাওয়ানো সহ বাড়ি ফিরিয়েছেন। নিয়েছেন অনেকের পড়াশোনার দায়িত্ব। পাইয়ে দিয়েছেন চাকরীও। সেই সোনু সুদকে সম্মান জানিয়েই তাঁর মূর্তি বানিয়েছেন পুজোর মাঝেই, কেষ্ট পুর প্রফুল্লকাননের থিম মেকার স্বপন চক্রবর্তী।

আরও পড়ুন, মহাষষ্ঠীতে বারাসাতে মোদি, রাত পেরোলেই করবেন পুজোর উদ্ধোধন

 

 

সোনুর ফোন পেয়ে আপ্লুত কর্মকর্তারা

অপরদিকে, সেই খবর পৌছে গিয়েছে খোদ সোনু সুদের কাছেও। টেলিফোনে কথা বলেছেন দুই শিল্পী। এবং টুইটে সোনু সুদ জানিয়েছেন, 'এটা আমার সারা জীবনের সেরা পুরষ্কার'। তবে সোনুর ফোন পেয়ে আপ্লুত কর্মকর্তারা। রঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন, শুটিং শেষ হলেই সোনু সুদ আসতে পারেন কলকাতায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমারা আশাবাদী।'
 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari