ফের নতুন বাধা, কবে শীত বলতে পারছে না হাওয়া অফিস

Published : Dec 08, 2019, 03:19 PM IST
ফের নতুন বাধা, কবে শীত বলতে পারছে না হাওয়া অফিস

সংক্ষিপ্ত

   আগামী ৩ দিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আটকে গেছে উত্তর পশ্চিমের শীতল বাতাস পূর্ব দিকের উষ্ণ বাতাসে তাপমাত্রা বৃদ্ধি দুই বঙ্গে তাপমাত্রা কবে নামবে, জানায়নি হাওয়া অফিস


আরব সাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের জেরে উত্তর-পশ্চিমের শীতল বায়ুপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা বায়ুপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে রাজ্যে। তাই কলকাতা সহ দুই বঙ্গে, আগামী পরপর তিন দিনে  তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন, ২০০ টাকার পেঁয়াজের ঝাঁজ, ঐতিহ্য হারাতে বসেছে কফিহাউজের খাদ্যতালিকা

আবহাওয়াবিদ সৌরিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরব সাগরের উপরে ঝঞ্জার জন্য আটকে রয়েছে শীত। আগামী ৩ দিনে কোনও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, কলকাতা সহ দুই বঙ্গে। র কারণেই আটকে গেছে উত্তর পশ্চিমের শীতল বাতাস। ঢুকছে পূর্ব দিকের উষ্ণ বাতাস, তাই তাপমাত্রা বেড়েছে দুই বঙ্গে। আগামী ৩ দিন সবজায়গায় একইরকম থাকবে এই তাপমাত্রা। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই তাপমাত্রা আবার কবে নামবে, এখন কোনো উত্তর নেই হাওয়া অফিস এর কাছে।

আরও পড়ুন, মা বলল ম্যাজিক দেখাচ্ছি, তারপরই মেয়ে দেখল তাঁর ঝুলন্ত দেহ

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,বিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৯  ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫১ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৬  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। 
 

PREV
click me!

Recommended Stories

বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে এবার টার্গেট মমতা! কড়া চিঠি গেল নবান্নে
মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল