দীর্ঘ ৩ ঘন্টা পর শেষ ময়নাতদন্ত, শেষবারের মত বাড়ি যাবে অর্জুনের দেহ, আজই নিমতলায় শেষকৃত্য

দীর্ঘ তিন ঘন্টা ধরে চলার পর শেষ হল কাশীপুর বিজেপি যুব নেতার ময়নাতদন্ত। শনিবারেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে অর্জুন চৌরাশিয়ার দেহ। আজই নিমতলায় শেষকৃত্য।

দীর্ঘ তিন ঘন্টা ধরে চলার পর শেষ হল কাশীপুর বিজেপি যুব নেতার ময়নাতদন্ত। শনিবারেই পরিবারের হাতে তুলে দেওয়া হবে অর্জুন চৌরাশিয়ার দেহ। এদিন কম্যান্ড হাসপাতাল চত্ত্বরে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, কল্যান চৌবেরা। প্রিয়াঙ্কা জানান, তাঁদের দাবি মেনে এদিন কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত হওয়ায় তাঁরা সন্তুষ্ট। এদিন কল্যাণী এইমস-র চিকিৎসকদের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। ম্যাজিস্ট্রেটের নজদারিতে ভিডিওগ্রাফি হয় গোটা ময়নাতদন্তের। এরপর ফের আরজিকর হাসপাতালে ফেরানো হয় অর্জুনের দেহ। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানান, 'আরজিকর থেকে অর্জুনের দেহ নিয়ে যাওয়া হবে বিজেপির দলীয় কার্যালয়ে। সেখান থেকে শেষবারের জন্য বাড়ির চৌকাঠে যাবে অর্জুনের নিথর দেহ। এরপর নিমতলা মহাশ্মশানে।'

প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এদিন আরও বলেন, যেভাবে ময়নাতদন্ত হয়েছে, তার দাবি ছিল আমাদের। আমরা অত্যন্ত খুশি কম্যান্ড হাসাপাতালে ময়নাতদন্ত হয়েছে।' প্রসঙ্গত, ময়নাতদন্ত নিয়ে দুপুরেই বিস্ফোরক মন্তব্য করেন ফিরহাদ হাকিম। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, 'প্রমাণের আগে খুন না আত্মহত্যা বলা যায় না।' এদিন অমিত শাহ-র কথা নিয়ে প্রশ্ন করেন ফিরহাদ হাকিম। উল্লেখ্য, শুক্রবার কাশীপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের বলেন, 'ভারতীয় জনতা পার্টি নিহত অর্জুন চৌরাসিয়ার পরিবারের পাশে থাকবে। এই ঘটনায় নবান্নর থেকে রিপোর্ট তলব করা হয়েছে', বলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এবার ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলেন, 'একজন ব্যাক্তির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে , এজেন্সি কোনও রিপোর্ট চাওয়ার আগে , এমনকি পোস্টমর্টাম হওয়ার আগেই এখজন কেন্দ্রীয় মন্ত্রি দাঁড়িয়ে সিবিআই তদন্তের কথা বলেছেন।' 

Latest Videos

আরও পড়ুন, 'অর্জুন আত্মহত্যা করেছেন, প্রমাণ হলে ময়নাতদন্তকারীর চাকরি থাকবে ? ' প্রশ্ন ফিরহাদের

ফিরহাদের দাবি, কেন্দ্রের মন্ত্রীই ঠিক করে দিচ্ছেন সেনাবাহিনীর অধীনে পোস্টমর্টম হবে। তাই পোস্ট রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তার মতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত পথে এই ময়নাতদন্ত যিনি করবেন, তিনি কি নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হবেন, প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তিনি বলেন,'যদি নিরপেক্ষভাবে পোস্টমর্টেম রিপোর্ট দেন এবং সেখানে প্রমাণিত হয়, অর্জুন চৌরাশিয়া আত্মহত্যা করেছিলেন, তাহলে কি ওই পোস্টমর্টেম আধিকারিকের চাকরি থাকবে ?  নিরপেক্ষভাবে আসলে যাতে তদন্ত হয়, আসল সত্য যাতে উদঘাটিত হয়', সেই বিষয়েও আবেদন জানিয়েছেন ফিরহাদ। যদিও ফিরহাদের পাল্টা জবাব দিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেছেন, ' আমরা জানি পশ্চিমবঙ্গে নিরপেক্ষ তদন্ত হয় না। হতে পারে না। আমরা তাই রাজ্যের কোনও হাসপাতালে তদন্ত চাইনি। পরিবারও তা চায়নি।' একইসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ভোট পরবর্তী হিংসার মামলার সঙ্গে এটা জড়িয়ে আছে। এটা সিবিআই তদন্ত ছাড়া হতেই পারে না।' একই সঙ্গে তিনি এদিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'পুলিশ এখন যে সক্রিয়তা দেখাচ্ছে, যদি রাতে অর্জুনের পরিবার যখন থানায় গিয়েছিল নিখোঁজের কথা বলতে,  তখন সংক্রিয়তা দেখালে ভালো হত।' 

আরও পড়ুন, কে এই রুজিরা বন্দ্যোপাধ্যায়, কেন তাঁর নামে গ্রেফতারি পরোয়াণা, কীভাবে অভিষেকের সঙ্গে পরিচয়

আরও পড়ুন, এলপিজির দাম চড়তেই কলকাতায় যাত্রীভাড়া বাড়াল অটোয়ালাদের একাংশ, জানুন কোন কোন রুটে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury