ঢাকের তালেই পুজোর উদ্বোধন, সুরুচি সঙ্ঘে ঢাক বাজালেন মমতা, কাঁসর হাতে সঙ্গী অরূপ

বুধবার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঢাক বাজাতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। চিরাচরিত রীতি অনুযায়ী কাঁচি দিয়ে ফিতে কেটে পুজোর উদ্বোধন নয়, বরং ঢাকের তালে মণ্ডপে ঢুকলেন তিনি। 
 

সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপে এবার দেখা গেল একেবারে অন্য ছবি। কাঁচি হাতে মণ্ডপ উদ্বোধন নয়, একেবারে কাঁধে ঢাক তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁসি হাতে সঙ্গী রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পুজোর শুরুতেই এমন দৃশ্য যেন সুরুচি সঙ্ঘের পুজোর আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। 

পুজোয় বাকি আর মাত্র দু'দিন। মহালয়ার পর থেকেই উদ্বোধন শুরু হয়েছে শহরের একাধিক ছোট বড় পুজোর। কলকাতার বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাছাড়াও ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের নানা জেলার একাধিক পুজোর। রাজ্যের ৬৫০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুজোগুলির মধ্যে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সল্টলেক এফডি ব্লক, টালা প্রত্যয়, চেতলা অগ্রণী, হিন্দুস্তান পার্ক, বেহালা নতুন দল, একডালিয়া এভারগ্রিনের মতো বড় পুজোর উদ্বোধন হয়েছে। তৃতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

Latest Videos

আরও পড়ুনদুর্গাপুজোয় প্যাচপ্যাচে কাদা, নাকি কাঠফাটা রোদ্দুর? কবে ঠাকুর দেখতে পারবেন, জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস

বুধবার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঢাক বাজাতে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। চিরাচরিত রীতি অনুযায়ী কাঁচি দিয়ে ফিতে কেটে পুজোর উদ্বোধন নয়, বরং ঢাকের তালে মণ্ডপে ঢুকলেন তিনি। উপস্থিত ছিলেন সুরুচি সঙ্ঘের পুজোর প্রধান কর্মকর্তা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর তালে তাল মিলিয়ে অরূপ বিশ্বাস ও রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমারকে কাঁসর-ঘন্টা বাজাতেও দেখা যায়। প্রত্যেক বছরের প্রথা মেনে নয় এবার একেবারে নিয়ম ভেঙে অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। 

আরও পড়ুন দক্ষিণ সুইডেনের হেলসিংবর্গের কনকনে ঠাণ্ডায় এই প্রথমবার তিথি মেনে দুর্গাপুজো, দুই বাংলার সমন্বয়ে নারীশক্তি

পুজো উদ্বোধনে এসে মহিলাদের সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা নিয়ে মহিলাদের নিজেদের সতর্ক থাকার বার্তা দেওয়ার পাশাপাশি কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’-কে সদা প্রহরায় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
এই পুজোর প্রধান কর্মকর্তা অরূপ বিশ্বাস রসিকতার ছলে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের পঙ্‌ক্তি 'চুরি করে'ই সুরুচি সঙ্ঘের এবারের থিম ‘পৃথিবী এবার শান্ত হবে’।
আরও পড়ুন‘সিটি অফ জয়’ থেকে ‘সিটি অফ ড্রিমস’, দুর্গাপুজোর আমেজ স্বপ্নের মুম্বইতেও, জেনে নিন এখানকার পুজোর বিশেষত্বগুলি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari