লোকাল ট্রেন পরিষেবা শুরু হলেও এখনই শুরু হচ্ছে না ইউটিএস মোবাইল অ্যাপ অর্থাৎ আন-রিজার্ভ টিকিটিং সিস্টেম মোবাইল অ্যাপ। রেলের এক আধিকারিক জানিয়েছেন আপাতত কাউন্টার থেকেই মাসিক কিংবা দৈনিক টিকিট পাওয়া যাবে। পরবর্তীতে চালু করা হবে আন-রিজার্ভ টিকিটিং সিস্টেম মোবাইল অ্যাপ।
আরও পড়ুন, দীর্ঘ সাড়ে ৭ মাস পর চালু লোকাল ট্রেন, সাতসকালেই কাউন্টারে লম্বা লাইন
কেন এখনই চালু হচ্ছে না
রেলের এক আধিকারিক জানিয়েছেন, আন-রিজার্ভ টিকিটিং সিস্টেম মোবাইল অ্যাপ পরিষেবা পাওয়া যায় গোটা দেশ জুড়ে। কিন্তু এই সময়ে গোটা দেশ জুড়ে ট্রেন পরিষেবা চালু করা হয়নি। সেই কারণে এখনই এই পরিষেবা চালু হচ্ছে না।
আরও পড়ুন, 'আইসোলেশন রুমের ব্যবস্থা রাখতে হবে',লোকাল ট্রেন চালুর আগে কী কী বিধি স্টেশনগুলিতে
কবে থেকে চালু হতে পারে
রেল অধিকারীদের দাবি, স্থানীয় ভাবে জোন ভিত্তিক এই পরিষেবা চালু করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা শুরু করা হয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো এই ডিজিটাল মাধ্যমের সুবিধা যাত্রীরা পাবেন।
আরও পড়ুন, হিমেল পরশ দিয়েও ফের পারদ চড়ল কলকাতায়, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতে
দূরপাল্লার জন্য কী বলছে রেল
যখন ডিজিটাল মাধ্যমের উপর ভরসা করে সামাজিক দূরত্ব বজায় রাখছে কলকাতা মেট্রো রেল। একই সঙ্গে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের উৎসাহিত করার জন্য অন লাইনের টিকিট কাটার কথা বলছে রেল। সেখানে এই রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু করলেও, চালু করা সম্ভব হল না আন-রিজার্ভ টিকিটিং সিস্টেম মোবাইল অ্যাপ।