গত কয়েকদিনে বারবার দলীয় অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এই অবস্থায়, শনিবার কালীঘাটে (Kalighat) দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও (Abhishek Banerjee)।
পুরভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসে (TMC) চলছে তীব্র অশান্তি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নবীন বনাম প্রবীনের দ্বন্দ্ব চলছে। গত কয়েকদিনে প্রার্থী তালিকা নিয়ে চুড়ান্ত ডামাডোল দেখা গিয়েছে। কোন তালিকাটি তৃণমূলের আসল তালিকা, তাই নিয়ে রাজ্যজুড়ে তৈরি হয়েছে ধাঁধা। আবার অনেক ক্ষেত্রে দলনেত্রীর চূড়ান্ত করা তালিকাকে অগ্রাহ্য করে অন্য তালিকার প্রার্থীদের নিয়ে চলছে প্রচার। এই টালমাটাল অবস্থা সামাল দিতে, শনিবার বিকেল ৫টায় কালীঘাটে (Kalighat) অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। বৈঠকে উপস্থিত হয়েছে।
উপস্থিত থাকবেন অভিষেকও
দলের সব শীর্ষ নেতাদেরই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi) তো থাকবেনই, থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)। সেই সঙ্গে সাংগঠনিক দায়িত্বে থাকা সকল নেতারাই এই বৈঠকে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন - অসন্তোষ অব্যাহত, মমতার নির্দেশ না মেনে প্রার্থী হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা
আরও পড়ুন - মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ফলো করছে প্রশান্ত কিশোরের আইপ্যাক, নয়া সমীকরণের ইঙ্গিত
আরও পড়ুন - অভিষেক ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেতা জাহাঙ্গিরের নিরাপত্তা তুলে নিল নবান্ন, আসল কারণ কী
কী নিয়ে আলোচনা হবে বৈঠকে?
দলীয় সূত্রে খবর, আইপ্যাক (I-PAC) সংক্রান্ত আপত্তি, পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে অশান্তি, এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে বিতর্ক, রাজনৈতিক নেতাদের অবসরের বয়সের মতো - যে যে বিষয়গুলি নিয়ে গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেস দলের অন্দরে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয়ই আলোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃণমূলে ডামাডোল
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তৃণমূল কংগ্রেসে সবকিছু ঠিকঠাক চলছে না। ইতিমধ্যেই আইপ্যাকের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়েছেন দলের প্রবীণ নেতাদের একাংশ। দলের সঙ্গে আইপ্যাকের চুক্তিও বিচ্ছিন্ন হয়েছে। এক দল এক পদ নীতি নিয়ে যেখানে বারবার সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সেখানে ফিরহাদ হাকিমের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরই নাকি এই নীতিতে সমর্থন নেই। কল্যান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র-র মতো নেতারা রাখাঢাক না রেখে বিক্ষোভ প্রকাশ করছেন। পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায়ের মতো দলের বিশিষ্ট নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন মদন।
কার হাতে থাকবে দলের রাশ
এই অবস্থায়, শনিবারের বৈঠক রাজ্যের শাসক দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম মুখে আনেননি মমতা। আবার, পুরভোটের সমন্বয় কমিটিতেও রাখা হয়নি অভিষেককে। শনিবার কী তাঁর আরও ডানা ছাঁটা হবে, সেটাই এখন দেখার।