'আইন-শৃঙ্খলায় দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ', CGO কমপ্লেক্সে হাজিরা দিতে এসে রায় মদনের

Published : Aug 27, 2021, 05:34 PM IST
'আইন-শৃঙ্খলায় দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ', CGO কমপ্লেক্সে হাজিরা দিতে এসে রায় মদনের

সংক্ষিপ্ত

 'ত্রিপুরায় তৃণমূল আসছে, বুঝতে পেরেছে বিজেপি', শুক্রবার সিজিও কম্পপ্লেক্সে মামলায় হাজিরা দিতে এসে বিজেপিকে তোপ দাগলেন মদন মিত্র। পাশপাশি 'আইন-শৃঙ্খলায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ' বলে রাজ্য সরকারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কামারহাটির এই বর্ষিয়ান বিধায়ক। 


 'ত্রিপুরায় তৃণমূল আসছে, বুঝতে পেরেছে বিজেপি', শুক্রবার সিজিও কম্পপ্লেক্সে মামলায় হাজিরা দিতে এসে বিজেপিকে তোপ দাগলেন মদন মিত্র। পাশপাশি 'আইন-শৃঙ্খলায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ' বলে রাজ্য সরকারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কামারহাটির এই বর্ষিয়ান বিধায়ক। 

আরও পড়ুন, Post Poll Violence: আজ নদিয়ায় নিহত BJP কর্মীর বাড়িতে CBI, কাদের নাম ফাঁস করল পরিবার

এদিন মদন মিত্র বলেছেন,'ত্রিপুরায় বিজেপি বুঝতে পেরেছে যে, পায়ের তলার মাটি সরে গিয়েছে, তৃণমূল আসছে। এবং ত্রিপুরায় রেজাল্টের প্রভাব সারা ভারতবর্ষে পড়বে।স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশও হাতের বাইরে চলে যাবে। এই ব্যাপারে দল সিদ্ধান্ত নিচ্ছে। আমরা তৈরি আছি, দল বললেই নেমে পড়ব।' প্রসঙ্গত, তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে, ত্রিপুরায় সংখ্যা গরিষ্ঠাতা হারাচ্চে বিপ্লব দেবের নের্তৃত্বে থাকা বিজেপি সরকার। এহেন পরিস্থিতিতে শুক্রবার তৃণমূলের শীর্ষ নের্তৃত্বদের সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছে ত্রিপুরার একঝাঁক বিজেপি বিধায়ক। আর এই জল্পনাই আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন, 'উনি এখন বসে আছেন দিদি কখন প্রধানমন্ত্রী হবেন',ঘাটাল ইস্যুতে দেবকে খোঁচা দিলীপের

অপরদিকে   তৃণমূল কার্যালয়ে গুলি বর্ষণে আক্রান্ত হওয়া প্রসঙ্গে কামারহাটি বিধানসভার বিধায়ক বলেন যে, অন্যান্য জায়গায় বিজেপি করছে, কিন্তু এখানে সিপিএম চূড়ান্ত বাজে কাজ করছে। তবে এটা কদিনের মধ্য়েই সেটা বুঝিয়ে দেবো যে, এমভাবে গুলি বোমা চালালে কামারহাটির লোক মেনে নেবে না।'তিনি আরও বলেছেন, এই মুহূর্তে আইন-শৃঙ্খলায় এই মুহূর্তে ভারবর্ষের মধ্য়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। যদিও সম্প্রতিকালের ঘটে যাওয়া বোমাবাজীর ঘটনা সমাজবিরোধীদের কাঁধে ঝোলালেন মদন মিত্র। এবং তিনি জানিয়েছেন কোনও অবস্থাতেই কামাহাটিতে কারও গুণ্ডামিকে বরদাস্ত করবেন না। ইতিমধ্যেই সেখানে প্রায় ১৫০ সিসিটিভি লাগানো হয়েছে।

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?