ভুয়ো আইএএস এর পর এবার রাজ্যে ভুয়ো ইডি কর্তারও পর্দা ফাঁস। এবং সেই ভুয়ো এনফোর্সমেন্ট ডিরেক্টর অফিসারের ফাঁদে পড়ে প্রতারিত হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
ভুয়ো ইডি কর্তার ফাঁদে পড়ে প্রতারিত তৃণমূল সাংসদ। ভুয়ো আইএএস এর পর এবার রাজ্যে ভুয়ো ইডি কর্তারও পর্দা ফাঁস। এবং সেই ভুয়ো এনফোর্সমেন্ট ডিরেক্টর অফিসারের ফাঁদে পড়ে প্রতারিত হলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় CP-কে 'বাবা' বলে সম্বোধন তরুণীর, অভিযোগ পেয়েই তদন্তে নামল কলকাতা পুলিশ
জানা গিয়েছে, ইডি অফিসারের পরিচয় দিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে ফোন করা হয়। সাংসদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই লালবাজারে অভিযোগ দায়ের করেছেন শান্তনু সেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত চন্দন রায়কে গ্রেফতার করা হয়েছে। আর কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যাক্তি আরও কোথাও ফোন করেছেন কিনা তাও খতিয়ে দেখতেই বেরোল অবাক করা তথ্য। পুলিশ সূত্রের খবর, ধৃতের বাড়ি দমদমের গোরক্ষবাসি লেনে। জেরায় পুলিশ জানতে পেরেছে,এই প্রথম বার নয়, আগেও বহু মানুষের সঙ্গে এমন প্রতারণা করেছে ধৃত। ইডি অফিসারের পরিচয় দিয়ে বহ মানুষের থেকে টাকা নেওয়া হয়েছে। এরপর সেই সিম কার্ড নষ্ট করে দেওয়া হয়েছে। ধৃতের থেকে বহু সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন, কোভিডে মৃত্যু শূন্য বাংলার ১৫ জেলা, সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে এবার বাঁকুড়া
প্রসঙ্গত, ভুয়ো আইএএস দেবাঞ্জনের কীর্তি ফাঁস হবার পর যেন ভারত সরকার তথা রাজ্য সরকারের ভুয়ো পরিচয়ের অপরাধীর সংখ্য়া যেন লাফিয়ে বাড়ছে। গোটা জুন-জুলাই মাসে ইতিমধ্যেই ধৃত অনেকেই। আর এবার নতুন করে ভুয়ো ইডি কর্তার পর্দা ফাঁস হতেই নড়ে চড়ে বসেছে সরকার।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস