সোশ্যাল মিডিয়ায় CP-কে 'বাবা' বলে সম্বোধন তরুণীর, অভিযোগ পেয়েই তদন্তে নামল কলকাতা পুলিশ

  সোশ্যাল মিডিয়ায় সিপিকে বাবা বলে সম্বোধন এক তরুণীর।  অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।
 

Ritam Talukder | Published : Jul 15, 2021 12:40 PM IST / Updated: Jul 15 2021, 07:00 PM IST

  সোশ্যাল মিডিয়ায় সিপিকে বাবা বলে সম্বোধন এক তরুণীর।  বিষয়টি চোখে পড়তেই লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন পূজা দাসের নামের এক তরুণী। অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা।

আরও পড়ুন, 'থার্ড ওয়েভ এলে কী করব, ভ্যাকসিনই তো নেই', টিকা চেয়ে মোদীকে চিঠি মমতার

 

 

জানা গিয়েছে, অভিযুক্ত সুলগ্না ঘোষ নামে ওই তরুণী যাদবপুরের বাসিন্দা । পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পোস্টে কখনও কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের পোশাক, আবার কখনও সার্জেন্টের পোশাক পড়ে ছবিতে ওই তরুণীকে দেখা গিয়েছে। বিষয়টি চোখে পড়তেই লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ জানান পূজা দাসের নামের এক তরুণী। অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। পূজা দাস চিঠিতে লিখেছেন, বিগত দুই-তিন মাস ধরে এক মহিলা  সোশ্যাল মিডিয়াতে মাননীয় সিপি অব কলকাতা পুলিশ সৌমেন মিত্র মহাশয়কে নিজের বাবা ও বাপি বলে পরিচয় দিচ্ছেন। ওই মহিলা ট্রাফিক সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর-এর উর্দি ও টুপি পরে ছবি পোস্ট করছেন। যেটা নেট নাগরিকদের কাছে কলকাতা পুলিশ সম্পর্কে ভূল ধারণা তৈরি হচ্ছে।'

আরও পড়ুন, 'পাকিস্তানি বলেই কি এমন আচরণ', চরম ভোগান্তির পর স্বাস্থ্য ভবনের হস্তক্ষেপে টিকা পেলেন শাহার

 

 

পূজা দাস চিঠিতে আরও বলেছেন,' আজ হঠাৎই ওই মহিলা সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন নিজের ইন্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে। আমি কলকাতা পুলিশকে সম্মান করি। ভরসা করি। আশা করি আপনারা যথারীতি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। বিভ্রান্তি ও অশোক স্তম্ভের অবমাননার জন্য উপযুক্ত শাস্তি ওই মহিলা পাবেন, এই আশা রাখছি।' তদন্ত শুরু হলেও এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি কলকাতা পুলিশ।

আরও পড়ুন, ভরা বর্ষায় সর্ষে ইলিশ, সঙ্গে ২-৩ দিনের সফর, নয়া ভাবনায় 'হিলশা ট্যুরিজম'

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!