WBCHSE: অপসারিত উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি মহয়া দাস, দায়িত্বে এলেন চিরঞ্জীব ভট্টাচার্য

Published : Aug 13, 2021, 02:34 PM IST
WBCHSE: অপসারিত উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি মহয়া দাস, দায়িত্বে এলেন চিরঞ্জীব ভট্টাচার্য

সংক্ষিপ্ত

দীর্ঘ জলঘোলার পর অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।  চারবছরের জন্য স্থায়ী সভাপতি পদে চিরঞ্জীব ভট্টাচার্যকে নিয়োগ করল স্কুল শিক্ষা পর্ষদ।  


দীর্ঘ জলঘোলার পর অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। নতুন সভাপতির দায়িত্ব নিচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। চারবছরের জন্য স্থায়ী সভাপতি পদে তাঁকে নিয়োগ করল স্কুল শিক্ষা পর্ষদ।  

আরও পড়ুন, মলদহের স্কুল ছাত্রীকে অপহরণ করে খুন, ভাগীরথী নদী থেকে দেহ উদ্ধার করল পুলিশ

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে একদিকে যেমন রাজ্য জুড়ে বিক্ষোভের চেহারা নেয়। অন্যদিকে চলতি বছরে পাঁচশোর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে এককভাবে মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছে মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস আনুষ্ঠানিকভাবে সেকথা ঘোষণা করেছেন। কিন্তু এরপরেই ঘটে যায় বিপত্তি। তিনি রুমানার নাম বলার সময় মর্শিদাবাদের 'এক মুসলিম কন্যা' শব্দটি ব্যবহার করেন। এরপরেই  নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। কেন মেধার পরিবর্তে ধর্মের উপর এত গুরুত্ব দেওয়া হল,  প্রশ্ন তুলেছে বিজেপি-কংগ্রেস। রাজ্যবাসীদেরও একাংশ মহুয়া দাসের ওই মন্তব্যের বিরোধিতা করেছেন।

আরও পড়ুন, 'মুখ্য়মন্ত্রীর পছন্দের শিল্প লালবাজারে', গ্রেফতারির পর চপ-মুড়ি পেয়ে চটলেন অগ্নিমিত্রা
 বিতর্কের জল এরপর অনেকদূর গড়ায়।  তীব্র ধিক্কার জানিয়ে শিক্ষা সংসদের সভাপতি ড: মহুয়া দাসের পদত্যাগ দাবি করেন  কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ। সৌরভ বলেন, 'উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড: মহুয়া দাস, প্রথম স্থান অধিকারীর নাম প্রকাশ না করে বার বার তাঁর ধর্মীয় পরিচয় কে উল্লেখ করার জন্য তাকে তীব্র ধিক্কার জানাই ও ২৪ ঘন্টার মধ্যে তাকে এবিষয়ে ক্ষমা চাইতে হবে অন্যথায় পদত্যাগ করতে হবে।'পাশাপাশি শুধুই সৌরভ প্রসাদ নয়, বিবৃতি দিয়ে  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের পদত্যাগ চায় বেঙ্গল ইমাম অ্য়াসোসিয়েশন। যদিও বিতর্কের সামনে পড়ে সাফাই দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস পরে বলেছেন, 'আমি আবেগের বশে বলে ফেলেছি।' তবুও চিড়ে ভিজল কি, উঠেছে প্রশ্ন। কারণ দীর্ঘ জলঘোলার পর শেষ অবধি অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। 

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে