ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপি ও কংগ্রেসে যোগ দিয়েছেন অনেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে ঘাসফুল শিবির। যদিও বিষয়কে প্রকাশ্যে একেবারেই গুরুত্ব দিতে চায় না তৃণমূল নেতৃত্ব।
পুরভোটের (WB Municipal Election 2022) আগে জেলায় জেলায় অব্যাহত রয়েছে তৃণমূল (TMC Agitation) কর্মী-সমর্থকদের বিক্ষোভ। কোথাও আবার টিকিট (Party Ticket) না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার পরিবর্তন করছেন দল। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপি ও কংগ্রেসে যোগ দিয়েছেন অনেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে ঘাসফুল শিবির। যদিও বিষয়কে প্রকাশ্যে একেবারেই গুরুত্ব দিতে চায় না তৃণমূল নেতৃত্ব। এনিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিমের বক্তব্য
রাজ্যের বিভিন্ন প্রান্তে যে কর্মী-সমর্থকরা যে বিক্ষোভ দেখাচ্ছে সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "কোনও বিক্ষোভ নেই। যারা পাবেন না তাঁরা একটু কাঁদবে। যাঁরা পাবেন তাঁরা হাঁসবেন। আর যাঁরা পাবে না তাঁরা পরের বার পাবেন। দলে থাকলে দল দেখবে, এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান, তিনি কাউকে নিরাশ করেন না। সবাইকে সম্মান দেন তিনি। সুতরাং তাঁদের ক্ষেত্রে বলব দলের শৃঙ্খলা ভাঙবেন না। দলের নামটা তৃণমূল। আমরা লড়াই করে বিজেপিকে এখানে আটকেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং তাদের হাতে কখনওই কোনও অ্যাডভান্টেজ দেবেন না আমরা বিক্ষোভ করছি আমরা আমাদের স্বার্থে। কিন্তু বাংলা জলে যাবে যদি কোনও সাম্প্রদায়িক শক্তি আসে। তাই এটা আমাদের করা উচিত হবে না। তাই দুঃখ থাকবেই দুঃখ নিয়েই দলের অনুগত সঙ্গী হিসেবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
আরও পড়ুন- পুরভোটে দল প্রার্থী করেনি, খড়্গপুরে কংগ্রেসে যোগ বিদায়ী তৃণমূল কাউন্সিলরের
আরও পড়ুন- 'কেন দেওয়া হল না টিকিট ', তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ রাজ্যে
তোলাবাজি প্রসঙ্গে ফিরহাদ
তৃণমূলে কোনও তোলাবাজি হয় না বলে সাফ জানিয়ে দিলেন ফিরহাদ। উল্লেখ্য, মদন মিত্র অভিযোগ করেছেন কমারহাটিতে তোলাবাজি চলছে। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, "এখানে কোনও তোলাবাজি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেশন চলে। যদি এরকম তোলাবাজি করেন কেউ তাহলে তাঁকে সোজা জেলে চলে যেতে হবে।"
আরও পড়ুন- পুরভোটের টিকিট পাননি, গারুলিয়ায় অর্জুনের উপস্থিতিতে বিজেপিতে যোগ কাউন্সিলরের
প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি (12 February) রাজ্যের চার পুরনিগমে (Municipal Corporation Election 2022) ভোট হবে। আর সেই ভোট শেষ হতে না হতেই ২৭ ফেব্রুয়ারি ভোট হবে ১০৮টি পুরসভায় (Municipal Election 2022)। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী (TMC Candidate List) তালিকা। কিন্তু, তালিকা প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কর্মীদের অসন্তোষের ছবি ধরা পড়েছে। প্রায় রোজই রাজ্যে বিভিন্ন প্রান্তেই বিক্ষোভ (Agitation) দেখাচ্ছেন কর্মীরা। দলের টিকিট না পেয়ে শনিবার গারুলিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দীপা সিং ও তৃণমূল নেতা রঞ্জিত রায় বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। দীপা, রঞ্জিতরা জানিয়েছিলেন "তৃণমূল দলে থেকে শুধুই বঞ্চনার শিকার হয়েছি। তাই এই সিদ্ধান্ত নিলাম।" তেমনই তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে (BJP) নয়, কংগ্রেসে (Congress) যোগদান করেন খড়্গপুরের কয়েকজন তৃণমূলের নেতা-নেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন বিদায়ী কাউন্সিলার থেকে শুরু করে পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যানও। আজ মেদিনীপুর শহরের জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের পতাকা (Congress Join) হাতে তুলে নেন তাঁরা। আর তাঁদের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছে তাঁদের অনুগামীরা।