কলকাতা-সহ রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল থেকে বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমান

  • কলকাতা-সহ রাজ্য জুড়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
  • দক্ষিণবঙ্গে বুধবার থেকেই বৃদ্ধি পাবে বৃষ্টি
  • বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 
  • আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস

কলকাতা-সহ রাজ্য জুড়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। বসন্তের শুরুতেই কয়েকদিন আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গে বুধবার থেকেই বৃদ্ধি পাবে বৃষ্টি।  বৃহস্পতি ও শুক্রবার দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গে আগামী ৩ তারিখ ৫টি জেলায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালীনপঙ, আলিপুরদুয়ার এ হালকা বৃষ্টিপাতের  সম্ভাবনা আছে।

আরও পড়ুন- কলকাতার বুকে গোলি মারো স্লোগান, রাজ্য়পাল বললেন ০.১ শতাংশ গুরুত্বপূর্ণ

Latest Videos

আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে গ্রেফতার মায়ানমারের দুই মহিলা, জাল পাসপোর্টের পর্দাফাঁস

কলকাতা তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে বলেই জানিয়েছে আলিপুর। কলকাতার স্বাভাবিক তাপমাত্রা ২০ থেকে ২১ ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াল হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে ৪ মার্চ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও গাঙ্গেও পশ্চিমবঙ্গের উপর ও বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘুর্নাবর্ত রয়েছে। এর ফলে জলীয়বাষ্প ঢুকে পড়ার কারণেই দুইবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন- বারুইপুরে সংশোধনাগারে কয়েদিদের গ্যাঙওয়ার, গুরুতর জখম হলেন সাব জেলার

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫ থেকে ৯৬ শতাংশ । গত ২৪ ঘন্টায় শহরে কোনও বৃষ্টি হয়নি। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই বর্ধমান ও মেদিনীপুর ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারে বৃষ্টির পরিমান বৃদ্ধি পাবে। বৃহস্পতি ও শুক্রবার  দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

Share this article
click me!

Latest Videos

'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি